সিডনী মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১

ঘৃণা ছড়ানো নিয়ন্ত্রণে নতুন পলিসি নিচ্ছে ফেসবুক


প্রকাশিত:
৪ জুলাই ২০১৯ ১৯:৩৩

আপডেট:
১৪ মে ২০২৪ ১৯:২৯

ঘৃণা ছড়ানো নিয়ন্ত্রণে নতুন পলিসি নিচ্ছে ফেসবুক

ঘৃণা ছড়ানো বা হেইট স্পিচ নিয়ন্ত্রণ করতে একটি পাইলট টেস্ট শুরু করেছে ফেসবুক। এ সংক্রান্ত কন্টেন্ট মডারেশন টুল এবং পলিসি নতুন করে সাজাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।



রবিবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ফেসবুক। এতে দেখা যায়, পর্যালোচনামূলক সিদ্ধান্তে নিরীক্ষকেরা ফেসবুকের সমালোচনা করেন। হেইট স্পিচ ছড়ানো অ্যাকাউন্টগুলো শনাক্ত করতে সামাজিক মাধ্যমটির পলিসি যথার্থ নয় বলে তারা মত দেন।



শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ঘৃণা প্রকাশকারীদের অল্প পরিমাণে শনাক্ত করতে পারছে ফেসবুকের বর্তমান পলিসি। নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে তাদের শনাক্ত করতে গিয়ে সম্পূর্ণভাবে হেইট স্পিচ বন্ধ করা সম্ভব হচ্ছে না।



অভ্যন্তরীণ পর্যালোচনায় নিরীক্ষকদের এমন মতের ভিত্তিতে ফেসবুক সিদ্ধান্ত নেয় এ সংক্রান্ত পলিসি সংশোধনে। এ জন্য তারা সিভিল রাইটসগুলো ঢেলে সাজানো শুরু করেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top