সিডনী বুধবার, ১৫ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১

ব্রাজিল বিরল সাইবার অ্যাটাকের কবলে


প্রকাশিত:
১৪ জুলাই ২০১৯ ০৭:৩৯

আপডেট:
১৫ মে ২০২৪ ০০:৪৪

ব্রাজিল বিরল সাইবার অ্যাটাকের কবলে

এক বছর ধরে প্রায় দুই লাখ ব্রাজিলিয়ানের রাউটার হ্যাকড হয়ে আছে বলে জানিয়েছেন প্রযুক্তিবিদরা। এমন ধরনের সাইবার অ্যাটাক পৃথিবীর অন্য কোনো দেশে আগে দেখা যায়নি।



ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে হ্যাকড হওয়ার বিষয়টি শেষ পর্যন্ত অদৃশ্য ছিল। ভুক্তভোগীরা আর্থিক ক্ষতিসহ ব্যক্তিগত তথ্য হারানোর ঝুঁকিতে রয়েছেন।



প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট জিডিনেট জানিয়েছে, গত গ্রীষ্ম থেকে হ্যাকাররা রাউটারের দখল নেওয়ার চেষ্টা করে। বিষয়টি প্রথম নজরে পড়ে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান রেডওয়্যারের।



প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাউটারের ডিএনএস সেটিংস পরিবর্তন করে হ্যাকাররা তথ্য হাতিয়ে নিয়েছে।



হ্যাক করার পর ম্যালিসিয়াস ক্লোন ওয়েবসাইটে ব্যবহারকারীদের সংযোগ রিডিরেক্ট হয়ে যায়। তারপর ব্রাজিলের নির্দিষ্ট কয়েকটি ব্যাংক গ্রাহকের ই-ব্যাংকিং তথ্য চুরি করা হয়।



এই হ্যাক যেভাবে হয়: অ্যাভাস্টের গবেষক ডেভিড জুরসা জানিয়েছেন, কোনো স্পোর্টস সাইট, মুভি স্ট্রিমিং সাইট অথবা অ্যাডাল্ট পোর্টালে ভিজিটের সময় অধিকাংশ ব্রাজিলিয়ানের নিজস্ব রাউটার হ্যাকড হয়।



ওই সব সাইটে ম্যালিসিয়াস অ্যাডের বিশেষ কোড থাকে। সেগুলো ব্যবহারকারীর ব্রাউজারে ঢুকে পড়ে। তারপর রাউটারের মডেল এবং আইপি ঠিকানা জেনে নেয়।



মডেল এবং আইপি ঠিকানা জানার পর ম্যালিসিয়াস অ্যাড ডিফল্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড চুরি করে।



ভিডিও সাইটে লগইন থাকার সময়ই এগুলো করা হয়। তখন কোনো ধরনের নোটিফিকেশন আসে না। আসলেও ভিডিওতে মনযোগ থাকার কারণে ব্যবহারকারীরা বুঝতে পারেন না।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top