সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

জানুয়ারিতে ফাইভ-জির তরঙ্গ বরাদ্দের পরিকল্পনা


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৬

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০৫:১১

জানুয়ারিতে ফাইভ-জির তরঙ্গ বরাদ্দের পরিকল্পনা

প্রভাত ফেরী ডেস্ক: দেশে পঞ্চম প্রজন্মের মুঠোফোন সেবা ফাইভ-জি চালুর লক্ষ্যে প্রস্তুতি চলছে। এটি চালু হলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ফাইভ-জির তরঙ্গ বরাদ্দ দেওয়া হবে বলে পরিকল্পনা করা হচ্ছে। সেই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে ফাইভ-জির একটি পূর্ণাঙ্গ গাইড লাইন তৈরি করা হবে এবং আগামী বছরের জানুয়ারিতেই তা শেষ করা হবে।



মঙ্গলবার ( সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ২০২১-২৩ সালের মধ্যে দেশে ফাইভ-জি সেবা দিতে পরিকল্পনা নীতিমালা প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ফাইভ-জি প্রযুক্তি প্রবর্তনের লক্ষ্যে আগামী বছরের জানুয়ারি নাগাদ একটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা এবং পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করবে।



বিটিআরসি জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার-২০১৮-এর লক্ষ্য পরিকল্পনায়২০২১-২৩ সালের মধ্যে ফাইভ-জি চালু করা হবেমর্মে প্রতিশ্রুতি দেওয়া হয়। নির্বাচনি ইশতেহারের লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে টেলিযোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশের ধারাবাহিকতায় সরকার শিগগিরই ফাইভ-জি সেবা প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।



কমিশন জানিয়েছে, বর্তমানে দক্ষিণ কোরিয়া, আয়ারল্যান্ড, স্পেন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ফাইভ-জি প্রযুক্তির লাইসেন্স দেওয়া করা হয়েছে। প্রতিটি দেশেই অপারেটরকে ৩৩০০-৪২০০ মেগাহার্জ ব্যান্ডে প্রায় ১০০ মেগাহার্টজ এবং মিলিমিটার ওয়েভের জন্য ২৬-২৮ গিগাহার্টজ বা তদূর্ধ্ব ব্যান্ডে ৮০০ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে কিছু দেশ . গিগাহার্জ (২৫০০-২৬৯০ মেগাহার্জ) ব্যান্ডে ফাইভ-জির জন্য তরঙ্গ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে। ফাইভ-জি প্রযুক্তির জন্য শুধুমাত্র তরঙ্গের প্রাপ্যতাই যথেষ্ট নয় প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত থাকা আবশ্যক। উন্নত দেশে ফাইভ-জি প্রযুক্তি চালু করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত থাকায় তারা এই প্রযুক্তি চালু করার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সমসাময়িক সময়ে ফাইভ-জি প্রযুক্তি প্রবর্তনে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top