সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের রেজিস্ট্রেশনে আর মাত্র তিনদিন বাকী


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৫

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০২:৫৯

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের রেজিস্ট্রেশনে আর মাত্র তিনদিন বাকী

প্রভাত ফেরী, প্রযুক্তি ডেস্ক: টানা পঞ্চমবারের মতো সারাদেশে শুরু হলো যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৯। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ময়মনসিংহে বড় পরিসরে এই প্রতিযোগিতার আসর বসবে।



ব্যবসা প্রতিষ্ঠান, ছাত্র, কোডার, বিজ্ঞানী প্রযুক্তিবিদরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।



এবারের প্রতিযোগিতায় পাঁচ ধরনের ক্যাটাগরি থাকছে। সেগুলো হলো- আর্থস ওশানস, আওয়ার মুন, প্লানেটস নেয়ার অ্যান্ড ফার, টু দ্য স্টারস এবং লিভিং ইন আওয়ার ওয়ার্ল্ড। আয়োজনটি বেসিসের তত্ত্ববধানে সহায়তায় থাকবে বেসিস স্টুডেন্টস ফোরাম।



এছাড়া প্রজেক্ট হিসেবে জমা দেওয়া যাবে হার্ডওয়্যার, সফটওয়্যার, মোবাইল অ্যাপ, গেমস এবং হার্ডওয়্যার, সফটওয়্যার, মোবাইল অ্যাপ, গেমস প্রটোটাইপ। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন করা যাবে ১৯ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।



বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে এই ঠিকানায়। https://bsf.basis.org.bd/NASA-2019


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top