সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

আবরারের আইডি 'রিমেম্বারিং' করল ফেসবুক


প্রকাশিত:
১১ অক্টোবর ২০১৯ ০০:৪৭

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০৯:১৮

আবরারের আইডি 'রিমেম্বারিং' করল ফেসবুক

প্রভাত ফেরী, তথ্য প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের জেরে খুন হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের আইডিরিমেম্বারিংকরা হয়েছে। সাধারণত কেউ মারা গেলে মৃত ব্যক্তির আইডি মুছে না দিয়ে স্মৃতি সংরক্ষণের জন্য আইডিটি রিমেম্বারিং করে রাখে ফেসবুক কর্তৃপক্ষ।



অন্যদের মতো আবরারের ফেসবুক আইডিকেও তাই করা হলো। তার শুভানুধ্যায়ীদের প্রতি ফেসবুকের বার্তা– ‘আমরা আশা করি, যারা অবরারকে ভালোবাসেন তারা আবরারের স্মৃতি জীবন স্মরণে আইডি পরিদর্শনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।



সাধারণত আইডির সঙ্গে যুক্ত থাকা বন্ধু এবং অন্যান্য ফেসবুক ব্যবহারকারী শুভাকাঙ্ক্ষীদেরআইডি মেমোরাইজডকরার আবেদনের পরিপ্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ মৃত ব্যক্তির আইডিকেরিমেম্বারিংকরে। এরই ধারাবাহিকতায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ফেসবুক আইডিতেরিমেম্বারিংট্যাগ যুক্ত করেছে ফেসবুক।



একইসঙ্গে ফেসবুক কর্তৃপক্ষ তার প্রোফাইলের ওপরে লিখেছে, ‘We hope people who love Abrar will find comfort in visiting his profile to remember and celebrate his life.’



বুয়েটছাত্র আবরার ফাহাদের ফেসবুক আইডিরিমেম্বারিংহওয়ায় এখন কেউই আর তার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে না। এমনকি কেউ যদি তার ফেসবুক আইডির পাসওয়ার্ড হ্যাকও করে, তাও সে ওই আইডিতে অ্যাক্সেস করতে পারবে না। আবরারের আইডিতে এখন ফেসবুক কর্তৃপক্ষ ছাড়া আর কারো নিয়ন্ত্রণ থাকবে না।



উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জের ধরে আবরার ফাহাদকে রবিবার ( অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top