সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

ফেসবুকের লোগোর পরিবর্তন


প্রকাশিত:
৬ নভেম্বর ২০১৯ ২৩:৪৬

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০২:০১

ফেসবুকের লোগোর পরিবর্তন

প্রভাত ফেরী: ফেসবুক মানে এখন আর শুধু ফেসবুকের অ্যাপ নয়। ফেসবুকের অধীনে এখন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, অকুলাস, পোর্টাল, ক্যালিব্রার মতো নানা প্রতিষ্ঠান। এক লোগো দিয়ে সব প্রতিষ্ঠানকে ঠিকমতো তুলে ধরা সম্ভব হচ্ছিল না। তাই বদলে গেল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লোগো।



 গত সোমবার ( নভেম্বর) ফেসবুক প্যারেন্ট কোম্পানি হিশাসাবে নিজেদের নতুন লোগো প্রকাশ করেছে। তবে প্যারেন্ট কোম্পানির লোগো ফেসবুক অ্যাপের লোগো থেকে আলাদা। ফেসবুকের নতুন লোগোতে শুধু ফেসবুক কথাটি জেনেরিক ফন্টে লেখা রয়েছে। তবে জিআইএফ ছবিতে কোম্পানির বিভিন্ন সংস্থার জন্য আলাদা রঙ ব্যবহার করা হয়েছে।



নতুন লোগোটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ক্রেডিট কার্ডেও ঠিকমতো বসানো যাবে। লোগোটির জিআইএফ ফরম্যাটে ব্যবহৃত রঙের মধ্যে নীল রঙ দিয়ে ফেসবুক, সবুজ রঙ দিয়ে হোয়াটসঅ্যাপ গোলাপি রঙের মাধ্যমে ইনস্টাগ্রামকে বোঝানো হয়েছে।



নতুন লোগোটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পণ্য সেবার পাশাপাশি বিপণন উপকরণে দেখা যাবে। বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে তাদের ব্লগ পোস্টে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।



বলা হয়ে, একটি অ্যাপ হিসেবে যাত্রা শুরু হয়েছিল ফেসবুকের। ১৫ বছর পরে ফেসবুকের পণ্য সেবার সংখ্যা বেড়েছে। বিভিন্ন ব্যবসা সৃষ্টি হওয়ায় এখন ফেসবুকের পণ্য সম্পর্কে পরিষ্কার ধারণা দিতেই ব্র্যান্ড লোগোতে পরিবর্তন আনা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top