সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

ইন্টারনেটে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করার আহ্বান উইকিপিডিয়ানদের


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০১৯ ০৪:৪৯

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৯:২১

ইন্টারনেটে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করার আহ্বান উইকিপিডিয়ানদের

প্রভাত ফেরী ডেস্ক: সময়ের সঙ্গে ভাষাভাষির ব্যাপ্তি বাড়ছে। হারিয়ে যাচ্ছে অনেক প্রাচীন ভাষা। কথ্য ভাষাও বিলুপ্তির পথে। তালিকায় সংকটে রয়েছে বাংলা ভাষাও। তাই তো ইন্টারনেটে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানালেন উইকিপিডিয়ানরা।



গত শনিবার বিকেলে রাজধানীর প্রাণ সেন্টারে আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতার সনদ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা আহ্বান জানান।



অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, ‘আমি এখানে এসে সমৃদ্ধ হয়েছি। আমরা কিছু জানি, অনেক কিছু জানি না। আমি আশান্বিত হয়েছি এখানে উপস্থিত সবাই কম সময়ে অনেক কথা বলেছেন। আমরা শুরু করতে জানি, শেষ করি না। আপনারা যারা শুরু করেছেন, আশা করি তা বিস্তৃত হবে।



উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা বলেন, ‘বিশ্বে ভাষা প্রতিযোগিতায় বাংলা ভাষা একসময় অনলাইনে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তরুণরাই অনলাইনে ভাষা চর্চার মাধ্যমে একটি অবস্থান তৈরি করতে পেরেছেন। প্রতিযোগিতার মাধ্যমে বাংলা ভাষার বিষয়বস্তু সচল রাখতে যে চেষ্টা তা কিছুটা হলেও সফল হয়েছে। ভাষার প্রতি ভালোবাসা থেকেই তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।এতে প্রতিযোগিতার বিভিন্ন দিক উপস্থাপন করেন উইকিমিডিয়া বাংলাদেশের নাহিদ সুলতান।



আরিফুল ইসলাম আরমানের সঞ্চালনায় অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন উইকিপিডিয়ান মো. দেলোয়ার হোসেন, মীর্জা শাহিদুল হাসান রোমান, মামুন মেহেদী, সোলায়মান উদ্দিন, গালিব প্রমুখ।



উল্লেখ্য, ‘আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছুস্লোগানে এই প্রতিযোগিতা জুলাই থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলে। যার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ১০০০ নতুন নিবন্ধ যুক্ত হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top