সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

ঢাকার কোন দর্শনীয় স্থান কখন খোলা থাকে


প্রকাশিত:
১৩ আগস্ট ২০১৯ ১৪:৩০

আপডেট:
৫ মে ২০২৪ ২৩:৪৭

ঢাকার কোন দর্শনীয় স্থান কখন খোলা থাকে

প্রভাত ফেরী ডেস্ক: রাজধানী ঢাকা শহরে বেশকিছু দর্শনীয় স্থান রয়েছে, যা অতীতের ইতিহাস, ঐতিহ্য, স্মৃতি বহন করে আছে। এসব ইতিহাস-ঐতিহ্য জানার আগ্রহে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব শ্রেণির মানুষ এসকল দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করে। পরিদর্শনের আগে এর সময়সূচি জেনে নেওয়া জরুরি। আসুন জেনে নেই ঢাকার দর্শনীয় স্থানগুলোর প্রবেশের সময়সূচি-



জাতীয় জাদুঘর: ঢাকা শহরের শাহবাগে অবস্থিত জাদুঘরটি আমাদের জাতীয় ও প্রধান জাদুঘর। এটি স্থাপন করা হয়েছে ১৯১৩ সালে। চারতলা জাদুঘরটিতে মোট গ্যালারি ৪৩টি। বৃহস্পতিবার বাদে সপ্তাহের অন্যসব দিন এ সংগ্রহশালা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে। সাপ্তাহিক ছুটি ও জাতীয় দিবসে এখানে বেশি ভিড় হয়।



আহসান মঞ্জিল: ১৮৩০ সালে বাংলার নবাব খাজা আলিমুল্লাহ ফরাসিদের কাছ থেকে কিনে নেন। ১৮৫৯ সাল থেকে বানানো শুরু করেন আহসান মঞ্জিল। সরকার ১৯৮৫ সালে এটিকে অধিগ্রহণ করে। ১৯৯২ সালে চালু হয় জাদুঘর। গ্রীষ্মকালে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা, শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকে। শীতকালে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা, শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন জাদুঘর বন্ধ থাকে।



মুক্তিযুদ্ধ জাদুঘর: মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে ঢাকার সেগুনবাগিচায় ১৯৯৬ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ জাদুঘর। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, দলিলপত্র, ছবি ও অস্ত্র দিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। এখানে আছে মোট ৬টি গ্যালারি। আটজন ট্রাস্ট্রির উদ্যোগে তিনতলা বিশিষ্ট জাদুঘরটি যাত্রা শুরু করে। গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। শীতকালে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। তবে রোববার বন্ধ থাকে।



লালবাগ কেল্লা: লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগে অবস্থিত। সম্রাট আওরঙ্গজেব তার শাসনামলে লালবাগ কেল্লা নির্মাণের ব্যবস্থা করেন। তার ছেলে যুবরাজ শাহজাদা আজম ১৬৭৮ সালে এর নির্মাণ কাজ শুরু করেন। তখন এর নামকরণ করা হয় আওরঙ্গবাদ কেল্লা বা আওরঙ্গবাদ দূর্গ। সুবাদার শায়েস্তা খাঁনের আমলে নির্মাণ কাজ অসমাপ্ত রেখে দূর্গটি পরিত্যক্ত হয়। তখন নতুনভাবে লালবাগ কেল্লা নামকরণ করা হয়। গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। দুপুর ১টা থেকে আধঘণ্টার জন্য বন্ধ থাকে। শুক্রবার জুমার নামাজের জন্য সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সাধারণ ছুটি। সোমবার বেলা ২টা থেকে খোলা থাকে।



ভাষা আন্দোলন জাদুঘর: বাংলা একাডেমির বর্ধমান হাউসের দ্বিতীয় তলায় ২০১০ সালে এ জাদুঘর গড়ে তোলা হয়। বর্ধমান হাউসের দ্বিতীয় তলার চারটি কক্ষের পুরোটাই ভাষা আন্দোলনের নানা স্মৃতি ও সামগ্রী সাজিয়ে রাখা আছে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। ভাষার মাসে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। জাদুঘরে প্রবেশের জন্য কোন ফি দিতে হয় না।



সামরিক জাদুঘর: ১৯৮৭ সালে মিরপুর সেনানিবাসের প্রবেশদ্বারে প্রথম সামরিক জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯ সালে জাদুঘরটি স্থায়ীভাবে ঢাকার বিজয় সরণিতে স্থানান্তর করা হয। জাদুঘরে প্রবেশের জন্য কোন টিকিট লাগে না। সপ্তাহের ৫ দিন জাদুঘর খোলা থাকে। গ্রীষ্মকালে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত খোলা থাকে। শীতকালে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। বুধবার এবং শুক্রবার বন্ধ থাকে।



বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর: ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান সরকার জাদুঘরটি প্রতিষ্ঠা করেছিল। এটি তখন ছিল শাহবাগে। ১৯৮১ সালে আগারগাঁওয়ে নিজ জায়গায় নিজ ভবনে থিতু হয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। জাদুঘরটিতে এখন গ্যালারি আছে মোট ৫টি। শনি থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রতি বৃহস্পতি ও শুক্রবার এবং সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top