সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

বিশ্ব শিশু দিবস আজ


প্রকাশিত:
৭ অক্টোবর ২০১৯ ২৩:৫৩

আপডেট:
৫ মে ২০২৪ ২০:৪৩

বিশ্ব শিশু দিবস আজ

প্রভাত ফেরী ডেস্ক: বিশ্ব শিশু দিবস আজ। বাংলাদেশে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার পালিত হয় বিশ্ব শিশু দিবস। দিবসটি উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে শিশু অধিকার সপ্তাহ-২০১৯। এবার দিবসটির প্রতিপাদ্য বিষয়- আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো।দিবসটি উপলক্ষে মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী সারা দেশে নানা কর্মসূচি গ্রহণ করেছে।



এবার দিবসটির প্রতিপাদ্য বিষয়- ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো



বিভিন্ন দেশে নিজস্ব নির্দিষ্ট দিনে দিবসটি উদযাপন করা হয়। ১৯৯৬ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনটিকে শিশু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। আর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করা হয় বাংলাদেশে।



দিবসটি উপলক্ষে মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী বাংলাদেশ শিশু একাডেমিসহ সারাদেশে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে।



মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবর সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করবেন। বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহের প্রথম দিন ( অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বাংলাদেশ শিশু একাডেমি পর্যন্ত শিশুদের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।



১১ অক্টোবর সকাল ৯টায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে শহীদ মিনার থেকে বাংলাদেশ শিশু একাডেমি পর্যন্ত শোভাযাত্রা আর ১২ অক্টোবর বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে পথশিশুদের নিয়ে সমাবেশ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর সকালে ব্র্যাকের আয়োজনে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর ১৪ অক্টোবর সকালে শিশু একাডেমি মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top