সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

বক্তাবলী গনহত্যা দিবস আগামীকাল


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০১৯ ১০:৩৪

আপডেট:
৫ মে ২০২৪ ১৯:২৯

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: আগামীকাল ২৯ নভেম্বর বক্তাবলী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে ১৩৯ জনকে গুলি করে হত্যা করে হানাদার বাহিনী। একই সঙ্গে গানপাউডার ছিটিয়ে পুড়িয়ে দেয় গ্রামের পর গ্রাম।

বুড়িগঙ্গা-ধলেশ্বরী নদীবেষ্টিত চরাঞ্চল বক্তাবলী। মহান মুক্তিযুদ্ধের সময় দূর্গম এই জায়গাটি নিরাপদ হিসেবে বেছে নেন অনেক মুক্তিযোদ্ধা। এখানে ঘাঁটি বানিয়ে চলে প্রশিক্ষণের কাজ। এখান থেকেই বিভিন্ন স্থানে চালানো হয় অভিযান। গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযোদ্ধাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন। রাজাকাররা এ খবর পৌঁছে দেয় হানাদার বাহিনীর কাছে।

১৯৭১ সালের এই দিনে ফজরের নামাজের পরে হানাদার বাহিনী ঘিরে ফেলে বক্তাবলী। মুক্তিযোদ্ধারাও গড়ে তোলেন প্রতিরোধ। চার ঘণ্টা চলে সম্মুখযুদ্ধ। সম্মুখযুদ্ধের সুযোগে বিভিন্ন গ্রামে আশ্রয় নেয়া শহর থেকে আসা বিপুল সংখ্যক মানুষ ও গ্রামবাসি পালিয়ে যায়। তবে হানাদার বাহিনীর সমরাস্ত্রের কাছে টিকতে না পেরে এক সময় মুক্তিবাহিনী পিছু হটলে এ সুযোগে বক্তাবলী পরগনার গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয় এবং নিরস্ত্র ১৩৯ জনকে গুলি করে হত্যা করে পাকিস্থানী সেনাবাহিনী। বক্তাবলী পরিণত হয় ধ্বংসস্তুপে। দিনটি স্মরণে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top