সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

বিশ্ব আলোকচিত্র দিবস আজ


প্রকাশিত:
১৯ আগস্ট ২০১৯ ২১:৫৩

আপডেট:
৬ মে ২০২৪ ০১:১৩

বিশ্ব আলোকচিত্র দিবস আজ

প্রভাত ফেরী ডেস্ক: কথায় আছে কোনো কিছু লিখে বা বলে যতো সহজে প্রকাশ করা যায়, ছবি দিয়ে মনের গভীর অভিব্যক্তি আরো ভালো করে বোঝানো যায়। মানুষের মনে কথার থেকে ছবি অনেক বেশি প্রভাব ফেলে। আর ফটোগ্রাফি হলো মানুষের একধরনের প্যাসন। সভ্যতার উৎকর্ষে যে কয়টি শিল্প মাধ্যম তৈরী হয়েছে, তার মধ্যে ফটোগ্রাফি ধরে রেখেছে তার স্বতন্ত্র অবস্থান।



বিশ্ব আলোকচিত্র দিবস বা ‘ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে’ তে সবাই ফটোগ্রাফির প্রতি নিজের সব ভালোবাসা ও নেশা প্রকাশ করে দিনটি আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপন করে থাকে। শখের বসে ছবি তুলে বা পেশাদার ফটোগ্রাফার যাই হোকনা কেনো আজ সারা পৃথিবীতে সবাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করছে বিশ্ব আলোকচিত্র দিবস।



ক্যামেরা ছাড়া আজকের পৃথিবীকে আমরা কল্পনাই করতে পারিনা। ছবি দিয়ে সেকেন্ডের মধ্যে আমরা অনেক স্মৃতি শেয়ার করে থাকি। ফটোগ্রাফি হলো এমন একটি বড় উদ্ভাবন যা বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। তাই এই বিশেষ দিবসটির তাৎপর্য জানাটা খুব প্রয়োজন।



১৮৩৭ সালে নাইসফোর নিপেক ও লুইস ডেগুরে ডেগুরে টাইপ ফটোগ্রাফিক সিস্টেম আবিষ্কার করেন। তথন থেকেই ফটোগ্রাফিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। আবার অন্যদিকে বলা হয়, ফরাসি উদ্ভাবক ‘জোসেফ নিসেফোর নিপেক’  প্রথম ছবিটি তিনি তোলেন ১৮২৭ সালে। তাকেই বলা হয় ফটোগ্রাফির জনক। তিনি ছিলেন ফ্রান্সের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।



১৮৩৯ সালের ১৯ আগস্ট সবার প্রথম ফরাসি সরকার ১৯ আগস্টকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করেন। আর তখন থেকেই বিশ্বে এই দিবসটি পালিত হয়ে আসছে।



অন্যদিকে বলা হয়, ২০০৯ সালে অস্ট্রেলীয় আলোকচিত্রী কোরসকে আরা (Korske Ara) পৃথিবীর সব আলোকচিত্রিদের একত্রিত করার লক্ষ্যে ‘ওয়ার্ল্ড ফটো ডে’ আয়োজন করে। এর মাধ্যমে ১৯ আগষ্ট, ২০১০ সালে প্রথম অনলাইন গ্যালারীর আয়োজন করা হয়। এতে বিশ্বের ১০০ টি দেশ থেকে ২৭০ জন আলোকচিত্রি গ্যালারী শেয়ার করেন। এই ইভেন্টেই প্রথম আনুষ্ঠানিকভাবে ‘ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে’ হিসেবে পালিত হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top