সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

ইতিহাসের এই দিনে: আজ ১লা ফেব্রুয়ারি


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২০ ০৮:২৬

আপডেট:
৫ মে ২০২৪ ২১:৩৫

ফাইল ছবি

কলম্বিয়া নভোযান ভেঙ্গে সবাই নিহত (২০০৩ )

যুক্তরাষ্ট্রের মহাকাশযান কলম্বিয়া টেক্সাসের কাছে অবতরণের সময় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং সাত জন নভোচারীর সবাই নিহত হন। কলম্বিয়া নভোযানটি অবতরণের দশ মিনিট আগে নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং আকাশে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে ভূপাতিত হয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ৭ জন নভোচারীর প্রাণহানিতে শোক প্রকাশ করেন ।

ট্রিগভে হাভডেন লি জাতিসংঘের প্রথম মহাসচিব নির্বাচিত (১৯৪৬)

নরওয়ের নাগরিক ট্রিগভে হাভডেন লি জাতিসংঘের প্রথম মহাসচিব নির্বাচিত হন। তিনি ১৯৫২ সালের ১০ নভেম্বর পর্যন্ত এই পদে বহাল থাকেন। ট্রিগভে লী ছিলেন জাতিসংঘের সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদদের অন্যতম। বর্তমান জাতিসংঘের মহাভবনও তাঁর নেতৃত্বেই নির্মিত হয়। নিরাপত্তা পরিষদের কাছে কোনো সমস্যার ওপর মনোযোগ রাখা অথবা আলোচনা করার প্রস্তাব দাখিল করার ক্ষমতা তাঁর আছে। তিনি জাতিসংঘের ২০ হাজার কর্মীর প্রত্যেককে নিযুক্ত বা পদচ্যূত করার ক্ষমতা রাখেন।

রুথেইরের রক্তক্ষয়ী যুদ্ধ

১৮১৪ সালের ১লা ফেব্রুয়ারি ফ্রান্সের রুথেইর নামক স্থানে একটি রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় যা ''রুথেইর যুদ্ধ'' নামে পরিচিত। এই যুদ্ধে ফ্রান্সের পক্ষে নেপোলিয়ন বোনাপার্ট এবং প্রুশিয়ার পক্ষে ব্লুচের নেতৃত্ব দেন। প্রুসিয়া, অষ্ট্রিয়া ও সুইডেনের সম্মিলিত বাহিনীর সৈন্য সংখ্যা ছিল ১ লাখ ৬০ হাজার অন্যদিকে ফরাসী বাহিনী সৈন্য সংখ্যা ছিল ৪২ হাজার। রক্তক্ষয়ী এই যুদ্ধে উভয়পক্ষের ১২ হাজার সেনা হতাহত হয় এবং প্রুসিয়ার বিশাল বাহিনীর কাছে ফরাসী বাহিনী পরাজিত হয়। ফ্রান্সের মাটিতে সংঘটিত যুদ্ধে এটাই নেপোলিয়নের প্রথম পরাজয়।

কামাল উদ্দিন আবু ইমরানের জন্ম

৫৫১ হিজরীর ৫ই সফর ইরাকের বিশিষ্ট ফকীহ, চিকিৎসক ও গণিতবিদ কামাল উদ্দিন আবু ইমরান মোসুল শহরে জন্মগ্রহণ করেন। তিনি ইবনে ইউনুস নামেই বেশী পরিচিত ছিলেন। ধর্মীয় শিক্ষা সমাপ্ত করার পর তিনি গণিতশাস্ত্র অধ্যয়নে মনোনিবেশ করেন এবং এ শাস্ত্রে দক্ষতা অর্জনের পর শিক্ষকতা শুরু করেন। তার সমসাময়িক ইতিহাসে তিনি একজন শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করেন। ইসলামসহ বিভিন্ন ধর্মের ফেকাহ সংক্রান্ত বিষয়ে তিনি এত ব্যাপক জ্ঞান রাখতেন যে কারণে তাওরাত ও ইঞ্জিলের অনুসারীরাও তাঁর কাছে নিজ নিজ ধর্মের ব্যাখ্যার জন্য আসতো। ইবনে ইউনুস একজন বড়মাপের সাহিত্যিক ছিলেন। তিনি কবিতাও লিখতেন। তাঁর লেখা অসংখ্য বইয়ের মধ্যে জ্যোতির্শাস্ত্র বিষয়ক আসরারুল সুলতানিয়া এবং জ্যামিতি বিষয়ক শারহুল আমালুল হান্দাসিয়াহ উল্লেখযোগ্য।

এই দিনে উল্লেখযোগ্য কিছু ঘটনা

বন্দি অবস্থায় মোগল সম্রাট শাহজাহানের জীবনাবসান (১৬৬৬)

বাংলার গভর্নরের পদ থেকে ওয়ারেন হেস্টিংয়ের ইস্তফা (১৭৮৫)

ভারতের গভর্নর জেনারেল পদে লর্ড কর্নওয়ালিসের শপথ গ্রহণ (১৭৯৭)

বঙ্গীয় আইনসভার উদ্বোধনী অধিবেশন শুরু (১৮৬২)

অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি প্রথম প্রকাশিত (১৮৮৪)

মিসর-সিরিয়াকে নিয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র ঘোষণা (১৯৫৮)

বাংলাদেশকে সেনেগালের স্বীকৃতি (১৯৭২)

ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ প্রতিষ্ঠা (১৯৭৬)

১৫ বছর স্বেচ্ছানির্বাসনের পর প্যারিস থেকে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির স্বদেশ প্রত্যাবর্তন (১৯৭৯)

নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ বাংলাদেশের ১৪টি মহকুমাকে জেলায় উন্নীত (১৯৮৪)

কানপুরে পরপর ৩টি সেঞ্চুরি করার মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেটার আজহার উদিনের বিশ্ব রেকর্ড সৃষ্টি (১৯৮৫)



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top