সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

কলকাতার সাংবাদিকরাও মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ : তথ্যমন্ত্রী


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৬

আপডেট:
৫ মে ২০২৪ ১৭:৪৮

কলকাতার সাংবাদিকরাও মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ : তথ্যমন্ত্রী

প্রভাত ফেরী ডেস্ক: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের আকুণ্ঠ সমর্থন ছিল এবং বিশেষ করে কলকাতার সাংবাদিকরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।



শনিবার বিকালে কলকাতা প্রেসক্লাবে প্রেসক্লাবের সভাপতি শ্রী স্নেহাশিষ সুর সংকলিত ও সম্পাদিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ কলকাতার সাংবাদিকরা ও প্রেসক্লাব কলকাতা’ মুক্তিযুদ্ধভিত্তিক ঐতিহাসিক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, যুদ্ধের সময় জীবনের ঝুঁকি নিয়ে তারা সংবাদ সংগ্রহ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের জনমত গঠনে সহযোগিতা করেছেন। তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে এরা শুধু সাক্ষীই ছিলেন না, এরা আমাদের মুক্তিযুদ্ধের অংশও বটে।



তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কলকাতা প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই ক্লাবেই মুক্তিযোদ্ধারা জমায়েত হয়ে বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় এবং পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যা, অত্যাচার, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ বিশ্বব্যাপী তুলে ধরে। মুক্তিযুদ্ধের সময় যেসব সাংবাদিকরা সংবাদ সংগ্রহে বাংলাদেশে যান তথ্যমন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিষ সুর। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন যুদ্ধকালীন প্রত্যক্ষদর্শী সাংবাদিক ড. পার্থ চট্টোপাধ্যায়, সুখরঞ্জন দাশগুপ্ত, উপেন তরফদার, দীলিপ চক্রবর্তী, মানস ঘোষ এবং তরুণ গাঙ্গুলি। কলকাতাস্থ বাংলাদেশের উপ-দূতাবাসের উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান, প্রেসসচিব মোফাখখারুল ইকবালসহ কর্মকর্তারা, প্রেসক্লাবের সম্পাদক কিংশুক পারামাণিক, কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ দুই দেশের বিভিন্ন গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top