সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

বিশ্ব শিক্ষক দিবস আজ


প্রকাশিত:
৬ অক্টোবর ২০১৯ ০৪:১৯

আপডেট:
৫ মে ২০২৪ ১৮:০৬

বিশ্ব শিক্ষক দিবস আজ

প্রভাত ফেরী ডেস্ক: ১৯৯৪ সালে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষিত হয়। ১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। ১৯৬৬ সালে ইউনেস্কোর উদ্যোগে প্যারিসে জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রে শিক্ষকদের পেশাগত মর্যাদা সংরক্ষণের নিশ্চয়তা প্রদানের ব্যাপারে বেশ কিছু সুপারিশ সহকারে সিদ্ধান্ত হয়।



ইউনেস্কোর দায়িত্ব আন্তর্জাতিক বুদ্ধিবৃত্তিক সহযোগিতা সংস্থা হিসেবে কাজ করা। এই লক্ষ্যে উন্নয়ন ও শান্তির সংস্কৃতি চর্চা করে ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সম্পর্ককে বহুমুখী ও জোরদার করে। প্রতিষ্ঠার প্রথম বছরের প্রথম অধিবেশনেই ১৯৪৬ সালে ইউনেস্কো শিক্ষকদের নৈতিক, বৈষয়িক ও পেশাগত স্বাধীনতা ও অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে একটি বিশ্ব ‘শিক্ষক সনদ’ প্রস্তাব নিয়ে আলোচনা করে। এর ধারাবাহিকতাতেই গৃহীত হয় শিক্ষকদের অধিকার ও মর্যাদা সংক্রান্ত সুপারিশমালা।



শিক্ষকতার মান উন্নয়নসহ শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ যে আদৌ অনুৎপাদনশীল নয় এবং শিক্ষকতা পেশাকে অধিকতর মর্যাদা সম্পন্ন ও আকর্ষণীয় করে তুলতে পারলে যে জাতীয় প্রযুক্তি ব্যাপকভাবে বাড়ানো সম্ভব তার একটি দৃষ্টান্তও দেয়া হয় ইউনেস্কোর প্রতিবেদনে। তাতে বলা হয় ১৯৬৯ সালে যেখানে পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রবৃদ্ধির হার একই পর্যায়ে ছিলো সেখানে শিক্ষাক্ষেত্রে অধিকতর বিনিয়োগের কারণে দক্ষিণ কোরিয়ার আয় যে মাথাপিছু শুধু ৩% বেড়েছে তাই নয়, পাকিস্তান শিক্ষায় কম বিনিয়োগের কারণে সাক্ষরতার ক্ষেত্রেও তুলনামূলকভাবে পিছিয়ে ছিল। উল্লেখ্য যে, তখন পাকিস্তানে সাক্ষরতার হার ছিলো ৩% ও দক্ষিণ কোরিয়ার ৯৪% ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top