সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

পর্বত আরোহনের নতুন বিশ্ব রেকর্ড গড়লেন নির্মল পুর্জা


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০১৯ ০৫:০৮

আপডেট:
৫ মে ২০২৪ ১৬:১৬

পর্বত আরোহনের নতুন বিশ্ব রেকর্ড গড়লেন নির্মল পুর্জা

নেপালি পর্বতারোহী নির্মল পুর্জা আজ মঙ্গলবার বিশ্বের সর্বোচ্চ ১৪ শৃঙ্গে ওঠার সময়ের রেকর্ড ভেঙেছেন। মাত্র সাত মাসে তিনি হাজার শৃঙ্গে আরোহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্টে নির্মল পুর্জা নিয়ে পোস্ট দিয়েছেন। গত আট বছরের রেকর্ড ভেঙে নতুন এই রেকর্ড গড়লেন তিনি।



মঙ্গলবার সকালে চীনের শিশাপাংমা পর্বতে আরোহন করেন নির্মল পুর্জা (৩৬) নিয়ে তিনি বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতে পা রাখলেন। ২০০৩ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন পুর্জা। এরপর ২০০৯ সালে তিনি রাজকীয় নৌবাহিনীর সদস্য হন। নির্মল পুর্জা ১৪টি পর্বতে আরোহণ করেছেন। সাত মাসে তিনি ২৬ হাজার ২৫০ ফুট উচ্চতায় আরোহণ করেছেন। এর আগে আট মাসে এতটা উঁচুতে ওঠার রেকর্ড রয়েছে।



প্রথম পর্বে মাত্র এক মাসের মধ্যে পুর্জা প্রথমে অন্নপূর্ণা, ধোলাগিরি, কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, লৎসে মাকালুতে আরোহণ করেন। এক মাস পর তিনি পাকিস্তানে যান। সেখানে তিনি নানগা পর্বতের হাজার ১২৫ মিটার উঁচুতে আরোহণ করেন। ২০১২ সালে এভারেস্টের ক্যাম্পে যোগ দেয়ার মাধ্যমে তার পর্বতারোহনের সূচনা। সে বছর পর্বতারোহন শেষ করে ফেরার কথা থাকলেও তিনি পুরো এভারেস্টেই আরোহনের সিদ্ধান্ত নেন।



ইতোমধ্যেই অনেকগুলো রেকর্ড অর্জন করেছেন এই পর্বতারোহী। তিনি আট হাজার মিটারের বেশি উচ্চতার দু'টি পর্বতশৃঙ্গে আরোহন করেছেন। ২০১৮ সালে তাকে ব্রিটেনের রানি এমবিই নাগরিক সম্মাননায় ভূষিত করেন।



এএফপিকে পুর্জা বলেন, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গগুলো আছে নেপালে। অনেক ভালো ভালো আরোহী আছেন। কিন্তু তাঁরা পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন না।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top