সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

ইতিহাসের পাতায় আজকের দিন (৬ জানুয়ারি)


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২০ ০৮:০২

আপডেট:
৭ জানুয়ারী ২০২০ ০৮:২০

ছবি: সংগৃহিত

পবিত্র তাসূয়া দিবস

আজ পবিত্র তাসূয়া

আজ পবিত্র তাসূয়া। পবিত্র তাসূয়া বা নয়ই মহররম হচ্ছে শহীদগণের নেতা হযরত ইমাম হোসাইন (আঃ)'র শাহাদাত লাভের আগের দিবসের বার্ষিকী ৷ ইসলাম ধর্মকে ভেতর থেকে নিষ্প্রাণ ও বিকৃত করার যে প্রক্রিয়া উমাইয়া শাসকরা শুরু করেছিল ইসলামী খেলাফতের আসনে ইয়াজিদের আরোহন ছিল এই বিকৃতিকে পাকাপোক্ত করার চূড়ান্ত ব্যবস্থা ৷ আর এ সময়ই ইসলামকে চিরতরে বিকৃত করার প্রচেষ্টা নস্যাতের জন্যে এগিয়ে আসেন বিশ্বনবী (সাঃ)'র সুযোগ্য দৌহিত্র হযরত ইমাম হোসাইন (আঃ) ৷ একদিকে এজিদের নেতৃত্ব মেনে নেবার জন্যে প্রবল চাপ ও অন্যদিকে মুসলমানদের ইমাম হিসেবে তাঁর প্রতি কুফা নগরীর জনগণের ব্যাপক সমর্থন ঘোষণার প্রেক্ষাপটে তিনি জনগণকে নিয়ে এজিদের তাগুতি শাসনের বিরুদ্ধে সংঘবদ্ধ করার প্রয়াস পান এবং কুফার দিকে অগ্রসর হন ৷ কিন্তু ইমাম হোসাইন (আঃ) পথিমধ্যে এজিদের সশস্ত্র বাহিনীগুলোর মাধ্যমে বার বার বাঁধাপ্রাপ্ত হন ৷ অবশেষে কারবালার প্রান্তরে উমর বিন সাদের নেতৃত্বে ইয়াজিদের চার হাজার সেনা ৭২ জন সঙ্গীসহ ইমাম হোসাইন (আঃ) ও তাঁর পরিবার পরিজনকে হয় ইয়াজিদের আনুগত্য স্বীকার নতুবা যুদ্ধ এ দুইয়ের যে কোনো একটি পথ বেছে নেয়ার আহ্বান জানায় ৷ ইমাম হোসাইন (আঃ) চূড়ান্ত যুদ্ধের আগে মহান আল্লাহর দরবারে নিবিষ্টচিত্তে শেষবারের মতো নৈশ এবাদতে মশগুল হবার জন্যে একটি দিন সময় চেয়ে নেন ৷

হিজাব পরার নিষেধাজ্ঞা আরোপ

১৯৩৬ সালের এ দিনে ইরানের তৎকালীন শাসক রেজাখান পাহলভী হিজাব করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন

১৯৩৬ সালের এ দিনে ইরানের তৎকালীন শাসক রেজাখান পাহলভী ইরানি মহিলাদের ইসলামী শালীন পোশাক বা হিজাব করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এর আগে তিনি পুরুষদের পোশাক পরিবর্তননের হুকুম দান করেছিলেন। তার এই পোশাক পরিবর্তন আনার উদ্দেশ্য ছিলো ইরানে ইসলামী মূল্যবোধের প্রভাব হ্রাস করা এবং পাশ্চাত্যের অন্ধ অনুসরণ। এই আদেশজারী করার পর রেজা খানের বাহিনী সমগ্র ইরানে ইসলামী পোশাক পরা মহিলাদের সাথে খারাপ ব্যবহার করতে থাকে এবং ইসলামী পোশাক পরার অপরাধে তাদের জরিমানা করা হত। তবে ইরানের সুশীল এবং আলেম সমাজ ও আপামর জনগণ এই আদেশের তীব্র বিরোধিতা করে ।

টেলিগ্রাম এর মাধ্যমে বার্তা আদান-প্রদান প্রদর্শন

১৮৩৮ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের মরিসটাউনে স্যামুয়েল মোর্স টেলিগ্রাম কি করে পাঠানো হয় তা প্রদর্শন করেছিলেন। টেলিগ্রাফ যন্ত্র বৈদ্যুতিক কম্পনের দ্বারা তারের মাধ্যমে সংকেত-বন্ধ বার্তা আদান প্রদান করতে পারে। এই যন্ত্র দূরবর্তী প্রান্তের সাথে যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব এনেছিলো। পরবর্তীতে ট্রেলিগ্রাফ দ্রুত যোগাযোগের কার্যকর এবং সস্তা মাধ্যম হয়ে উঠে। স্যামুয়েল মোর্স পরর্বতীতে ওয়স্টার্ন ইউনিয়ন নামে টেলিগ্রাফ কোম্পানী প্রতিষ্ঠা করেন। ১৮৭২ সালে তিনি আশি বছর বয়সে পরলোকগমন করেন। তার আগেই তিনি খ্যাতি এবং বিত্ত দুই অর্জন করেছেন। ২০ শতকের আগমনের পর সস্তায় দূরপাল্লার ফোন, ফ্যাক্স এবং ই মেইলের বিস্তার ঘটতে থাকে। আর একই সাথে ট্রেলিগ্রাফেরও দিন ফুরাতে থাকে। ওয়েস্টান ইউনিয়ন তার শেষ টেলিগ্রাফ প্রেরণ করে ২০০৬ সালের জানুয়ারী মাসে ।

জর্জ ডব্লিউ বুশকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা

২০০১ সালের এ দিনে জর্জ ডব্লিউ বুশকে মার্কিন কংগ্রেস নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়

২০০১ সালের এ দিনে জর্জ ডব্লিউ বুশকে মার্কিন কংগ্রেস নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। তার নির্বাচনী প্রতিপক্ষ আল গোরে নির্বাচনে বুশের চেয়ে বেশি ভোট পেয়েও শেষ পর্যন্ত পরাজিত হন। যুক্তরাষ্ট্রে ইতিহাসে এমন ঘটনা এ নিয়ে তৃতীয় বার ঘটল। ২০০১ সালের ২০ শে জানুয়ারী জর্জ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের ৪৩ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। এর চার বছর পর তিনি সিনেটর জন কেরিকে পরাজিত করে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।

ওয়াশিংটন ডিসিসহ পূর্ব উপকুলে তুষার ঝড়

১৯৯৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ পূর্ব উপকুলে মারাত্মক এক তুষার ঝড়ের শুরু হয়েছিলো। এই তুষার ঝড়ে ১৫৪ জন নিহত এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ সর্বোচ্চ তিনশ কোটি ডলার বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রচন্ড এই তুষার ঝড়ের কারণে ফেডারেল সরকারের দফতরগুলো প্রায় এক সপ্তা বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন। তিনি ওয়াশিংটন ডিসিসহ নয়টি অঙ্গরাজ্যকে দুর্গত এলাকা বলে ঘোষণা করেছিলেন। তুষার ঝড়ে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছিলো পেনিসেলভানিয়া অঙ্গরাজ্যে। এ রাজ্যে মৃতের সংখ্যা ছিলো ৮০ জন ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top