সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

শরণার্থীর সূবর্ণরেখা (শেষ পর্ব) : সেলিনা হোসেন


প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৩ ০৩:০৩

আপডেট:
২৫ জানুয়ারী ২০২৩ ০৩:০৩

 

মাস দুয়েক পরে দেশ স্বাধীন হয়। স্বাধীনতার বার্তা পেয়ে শরণার্থীরা উৎফুল্ল হয়ে ওঠে। যশোর রোড মেতে ওঠে শরণার্থীর প্রাণ-স্পন্দনে। বিশাল মিছির যশোর রোডের দিগন্ত ছুঁয়ে রাখে। শরণার্থীদের জোয়ারে ভাসতে থাকে যশোর রোড। কলকল গলগল শব্দে মুখর হয়ে ওঠে যশোর রোডের চারপাশ। স্বাধীন দেশে ঢোকার বুকভরা আনন্দ নিয়ে শরণার্থীদের যাত্রা। রাস্তজুড়ে শরণার্থীদের বিশাল মিছিল স্বাধীনতার লাল-সবুজ পতাকা উড়িয়ে হাঁটতে থাকে। অনেকের কন্ঠে ধ্বনিত হয় ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’- গান। সুরের রেশ ছড়িয়ে পড়ে চারদিকে।
শরণার্থীর পথচলায় ঘরে ফেরার তাড়া নাই। স্বাধীনতার প্রাাপ্তির উত্তেজনায় সবার মাঝে পুরো দেশ সোনালি মাটি হয়ে যায়। হাসতে হাসতে একজন আর একজনকে বলে, শুধু ঘরে থাকব না। স্বাধীন দেশের মাটিতে রোজ রোজ হামাগুড়ি দেব।
- স্বাধীনতা তোমাকে এমন পাগল করে দিল?
- এই চিন্তাকে পাগলামি বলছ কেন? এটাই হলো স্বাধীনতাকে বুকে নেয় দিন কাটানো। সবাইকে স্বাধীনতার স্বপ্ন মাথায় রেখে দিন কাটাতে হবে।
- ঠিক বলেছ। কেউ যেন ভুল পথে পা না বাড়ায়।
শরণার্থীদের পথ চলা সরব হয়ে উঠে। সকলে নিজেদের মতো করে বলতে থাকে, আমাদের বুকের ভেতরে স্বাধীনতার স্বপ্ন থাকবে। আমরা স্বাধীন দেশকে ভালোবেসে ভরিয়ে তুলব।
আবারও শুরু হয় গান ‘আমার সোনার বাংলা -’
শরণার্থীদের স্বপ্নের বায়ুমন্ডলে ছড়িয়ে যায় সোনার বাংলা। সবার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বাতাসে ভরে যায় আবেগের ধ্বনি। ছড়িয়ে যায় বিশ্বজুড়ে।
********

 

শরণার্থীর সুবর্ণরেখা (পর্ব- ১)
শরণার্থীর সুবর্ণরেখা (পর্ব- ২)
শরণার্থীর সুবর্ণরেখা (পর্ব- ৩)
শরণার্থীর সুবর্ণরেখা (পর্ব- ৪)
শরণার্থীর সুবর্ণরেখা (পর্ব- ৫)
শরণার্থীর সুবর্ণরেখা (পর্ব- ৬)
শরণার্থীর সুবর্ণরেখা (পর্ব- ৭)
শরণার্থীর সুবর্ণরেখা (পর্ব- ৮)
শরণার্থীর সুবর্ণরেখা (পর্ব- ৯)
শরণার্থীর সুবর্ণরেখা (পর্ব- ১০)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ১১)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ১২)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ১৩)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ১৪)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ১৫)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ১৬)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ১৭)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ১৮)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ১৯)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ২০)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ২১)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ২২)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ২৩)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ২৪)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ২৫)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ২৬)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ২৭)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ২৮)
শরণার্থীর সূবর্ণরেখা (পর্ব- ২৯)

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top