নারী বিষয়ক কিছু অমিয় ভাবনা: আহমেদ জহুর
প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২০ ০০:৪০
আপডেট:
৩০ এপ্রিল ২০২০ ১৩:৩৯

এক. মুখ গুঁজে থেকো না নারী। পুরুষ তোমায় বাঁচাবে না। সাহস করে উঠে দাঁড়াও। রুখতে হবে নির্যাতন।
দুই. নারীর সৌন্দর্য হলো তার সততা, ব্যক্তিত্ব ও নারীত্বে।
তিন. নারীকে আপন আলোয় বিকশিত হতে দিন। তাহলে একদিন সে সমৃদ্ধ ভবিষ্যত এনে দেবে।
চার. দেশের প্রধানমন্ত্রী নারী। সংসদ নেত্রী নারী। বিরোধীদলীয় নেতা নারী। স্পীকার নারী। ১০৬ উপজেলার ইউএনও নারী। ৪ জেলার ডিসি এবং ১৬ জেলার এডিসিও নারী। তাহলে নারী কেন এতো নৃশংসতার শিকার? নারী কেন এতো অসহায়?
পাঁচ. নারী প্রজন্মের ধারক। নারী মহিয়ান। নারীকে ভালবাসা। নারীকে সম্মান।
ছয়. নারী রূপবতী হয় মনের পবিত্রতায়, মনের সৌন্দর্যে- অলঙ্কারে নয়।
সাত. পুরুষের হাতের পুতুল হতে না চাইলে নারীকে স্বাবলম্বী হতে হবে। স্বাবলম্বীতাই নারীমুক্তির অন্যতম সোপান।
আট. নারীকে যারা ভোগের সামগ্রী ভাবে তারা নারী কিংবা পুরুষ বটে, মানুষ নয়।
নয়. কন্যাকে ভাত-কাপড়ের জন্য অন্যের হাতে তুলে না দিয়ে তাকে শিক্ষা দিন। তাহলে একদিন সে নিজের ভাত-কাপড়ের ব্যবস্থা নিজেই করতে পারবে। এতেই নারীর মুক্তি।
দশ. নারীর কোন বাড়ি নেই। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, ছেলের বাড়ি-- এভাবে কাটে জীবন অন্যের বাড়িতেই। তাহলে ঠিক নারীর বাড়ি কোনটা? আসল বাড়ি নারীর অবুঝ মনটা!
এগারো. নারীদের চোখে তিন ধরনের অশ্রু থাকে-কষ্টের, আনন্দের এবং অনুশোচনার!
বারো. যেসব নারী স্বামীকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে, একদিন তারা ছেলের সংসার থেকেও বিচ্ছিন্ন হয়ে যায়!
তেরো. সন্তানের মুখ চেয়ে একমাত্র নারীই পারে সংসারে সবকিছু সয়ে জীবন কাটাতে।
চৌদ্দ. অনেক নারীর সংসার ভেঙ্গে যায় তার মায়ের কূ-মন্ত্রণায়!
পনেরো. নারীই সৌন্দর্য, নারীই সৃষ্টির উৎস।
আহমেদ জহুর
কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক
বিষয়: আহমেদ জহুর
আপনার মূল্যবান মতামত দিন: