সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


মজুর : রহমান মাজিদ


প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২০ ২৩:৫১

আপডেট:
১৫ জুন ২০২০ ২৩:০৫

 

একমুঠো অন্ধকার পেটের নিচে রেখে প্রতিদিন
কবুতরের মতো তা দিতে দিতে ফুটিয়ে বের করে আন
প্রভাতের ফুটফুটে আলোকরশ্মি
প্রত্যুষের আলোতে গা ধুয়ে আমরা বসে যাই
তোমাদেরই ডানার সুস্বাদু রোস্ট খেতে
এইভাবে হাজারও প্রভাত প্রসব করে
তোমরা এসে দাঁড়িয়েছ বর্তমানের পাদপ্রান্তে
তবুও তোমাদের থামার অবকাশ নাই এতটুকু
হয়তো তোমাদের জানার বাইরে রয়ে গেছে 
এটা তোমাদের ইচ্ছার উপর নির্ভর করেনা
আমি জানি, তোমরা থেমে গেলে থেমে যায় পৃথিবী দিনরাত্রির সকল ক্রিয়াকান্ড, আহ্নিকগতি, বার্ষিকগতি

কাকে তুমি দোষারোপ করবে ভাই?
পাখির তকমা নিয়ে জন্মানো উটপাখি
সাঁতার কাটার সাধ্য নাই তবু আকাশে
তোমার শরীরে মানুষের মতো হাত পা থাকলেও
নিয়তির ললাটে লাল হরফে লেখা 'তুমি মজুর'।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top