সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


মে দিবসের গান : সোমের কৌমুদী   


প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২০ ২৩:৫৪

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১১:৫৯

 

সভা, সেমিনার থেকে বেরিয়ে “মে দিবসের গান”
ঠাঁই নেক শ্রমিকের ঘরে, শ্রমিকের মুখে।
গানের সুর ছড়িয়ে পরুক বিশ্বের পরতে পরতে।

মে দিবসের গানের সুর স্নিগ্ধতা ছড়াক
কলকারখানার গুমোট পরিবেশের উষ্ণ বাতাসে
গানের সুর ছন্দ তুলুক সোনালি ফসলের ক্ষেতে।

মে দিবসের গানের সুরে ধারালো হোক লাঙ্গলের ফাল
মে দিবসের গানের সুরে শক্তি পাক হাতুড়ির হাতল।
মে দিবসের গান স্টুডিওর শিল্পী নয় শ্রমিকরা গাক
মে দিবসের গান শ্রমিকের দ্বারা বিশ্বে স্বার্থকতা পাক। 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top