ভাল্লাগেনা  নির্জনতা : ডা: মালিহা পারভীন


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২০ ২১:১১

আপডেট:
৬ আগস্ট ২০২০ ০৬:১৯

 

বেঁচে থেকে নিত্য মরন
ছিপিআটা বোতল জীবন,
আকাশ পায়ে শিকল বেঁধে
শুন্য এ পথ বেড়ায় কেঁদে ।

ভাল্লাগেনা প্রহর গোনা
মরন কাঁটায় সময় বোনা,
ভাল্লাগেনা নির্জনতা,
অঢেল অচল স্থবিরতা।

চায়ের কাপে ব্যস্ত চুমুক আসুক আবার ফিরে,
তোমার সাথে স্তব্ধ বিকেল থাকুক আমায় ঘিরে।
বইমেলার ওই ভিড়ভাট্রা,
বৈশাখি রোদ কাঠখোট্টা,
দল বেঁধে সব হারিয়ে যাওয়া,
পালিয়ে যাওয়া, তুচ্ছ চাওয়া,
আসুক ফিরে অতিথি স্বজন, 
এক হয়ে যাক পর ও আপন।

জ্যামে বসে ব্যস্ত মানুষ দেখুক ঘড়ির কাঁটা
অফিস পাড়া, শপিং মলে কোলাহলে হাঁটা।
গ্রীবার তিলে উষ্ণ চুমুক
আলিংগনে সন্ধ্যা নামুক, 
নিমন্ত্রনে রঙিন ফানুস,
জানাজাতে হাজার মানুষ,
একা থাকার প্রহর ফুরাক,
ভালবাসায় জীবন জুড়াক।

যাত্রি বোঝাই নৌকাখানি আবার উঠুক দুলে,
ভীড়ের মাঝে তোমায় পেয়ে দুচোখ ভরুক জলে। 

 

ডা: মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক

সেগুনবাগিচা, ঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top