সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


জাহাঙ্গীর অরণ্য এর রুবাইয়াৎ


প্রকাশিত:
১১ মে ২০২০ ২০:৫৩

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ২০:৫৮

 

(১)

রাজা, তুমি যাবার বেলায় জীবন যদি শূন্য হয়
আমার তবে জীবন যুদ্ধে হার-জিতের আর কীসের ভয়!
জীবন রসে রক্ত শুষে ফিরছ যখন মলিন বেশে
আমার চেয়ে দুঃখ তোমার দেখলে বড় প্রমাদ হয়।

(২)

স্বপ্ন দেখি স্বপ্ন হবো ঘোরের তোড়ে দিন কাটে
ধূসর চোখেও স্বপ্ন দেখি; স্বপ্ন শুধুই তাস বাটে
ঘোরের ঘোরে স্বপ্ন সাজাই স্বপ্ন ঘোরে ভিন পথে
দেহ-বায়ু উড়ল যখন তখন দেখি সব ঘাটে।

(৩)

বৃদ্ধ আমায় ডাকছ সবে কবর পায়ের নিচে হায়
তোমার জীবন ছিলো যখন ছিলাম তখন দৃপ্ত পায়
পেছন পানে ছিলো যারা সামনে আবার হবে যতো
একই খাঁচা একই শিকল জুড়ে আছে সবার পায়।

(৪)

প্রভাত বেলায় পাখি ডাকে বাতাস ছোটে পূর্ব-দিক
রঙমহলের চাবিগুলো ছূটছে আবার দিগ্বিদিক
প্রবীণ ধরা ডাক দিয়ে কয় ফের দেখে যা হিসাবটা
জীবন তরীর তক্ত আরেক দিলাম কেটে আবার ঠিক।

(৫)

জীবনকে দাও কাফন দিয়ে মুর্দাকে দাও ফুল-ডালি
ওপার গেলে কী আর হবে ভালোবাসার জোড়তালি
শূয়র খোঁজে পলিদ জীবন হরিণ খোঁজে কস্তুরী
মানুষ হয়ে জীবন খোঁজো সরাও চোখের ঝুলকালি।

(৬)

ভবের হাটের লেনাদেনায় সবই বাজার পন্য সবায়
যে যেই মোড়ক নিক না গায়ে দর-দামেরই হিড়িক যে তায়
মালা জপে, হৃদয় ভ্রমে, শ্লোগান আর প্রেম বিরহে
মোড়ক জুড়ে কাজ কী বলো সব খেলা যে লাভের নেশায়!


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top