সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


আকাশ হলো মেঘের জলসিঁড়ি : দ্বীপ সরকার


প্রকাশিত:
১৪ মে ২০২০ ২১:১২

আপডেট:
১৪ মে ২০২০ ২১:২৫

 

একদা এক চড়ূই- আকাশ পানে ছুটছিলো
নীল দেখলেই পত পত করে ওপরের দিকে ছোটে
বহুদূর, দৃষ্টির বাইরে- ঘোর কাটা মেঘের সামিট
চড়ূইটা সেখানে যায় বৎসরে দু একবার

এক কোটি বছর আগে- যে চড়ূইটা আর ফেরেনি
ওখানে গিয়ে জেনেছিলো, আকাশ হলো মেঘের জলসিঁড়ি
ধূপধুনো দিয়ে চড়ূইটা মেঘ হয়েছিলো-
কে বা কারা বলেছিলো মনে নেই

এভাবে পৃথিবীর মানুষগুলো বৃষ্টি পায়,ছায়া পায়
ঈশ্বরের নিকটবর্তী হতে হতে নিকটতম বন্ধু হয়ে যায়
চড়ূইগুলো এভাবে ইতিহাস হলো
মাটি ও মানুষের সান্নিধ্য পেতে পেতে পারিবারিক হয়ে উঠলো

তারপর থেকেই বাড়ির উঠোনে মানুষ চড়ূই পালন করে
পাখিপ্রেম ও মানবপ্রেম শিখি আমরা-

 


দ্বীপ সরকার
শাজাহানপুর,বগুড়া



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top