সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


ইচ্ছের আলো : মাসুদ পারভেজ


প্রকাশিত:
১৬ মে ২০২০ ২০:৫৯

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৯:৪৯

 

আমার জানালার দিকে তাকিয়ে আছে নিশ্চুপ নগরী,
বাতাসে বাতাসে দুলছে যেন আসমানের তারা;
ওরা কী কেউ ভালো নেই আমি ছাড়া?
বৃষ্টি রোজ এসে পথ ভিজিয়ে যায়
বাগানের ফুল বয়স পেরিয়ে লুটিয়ে পড়ছে সবুজ ঘাসে
ল্যাম্প পোস্টের বাতি নিভে নিভে আসে,
শহুরে কোলাহল ঘুমিয়ে আছে প্রাচীরের ভেতর
খেলার মাঠ, পার্কের বেঞ্চ, ক্যাম্পাসের গলি সব শূণ্য ,
সবাই বুঝি অপেক্ষা করছে আমার জন্য?

আমি তো নিস্তেজ মানুষে মুখরিত গোরস্থান, শ্মশানের পথ চেয়ে আছি,
চেয়ে আছি আমাকে দিয়েই শেষ হোক-এই মৃত্যুর মিছিল,
নগরীতে প্রাণোচ্ছল মানুষের সাথে তারারা কথা বলুক,
বৃষ্টি ভেজা সন্ধ্যায় প্রেমিক ফুল নিয়ে দাঁড়িয়ে থাকুক ল্যাম্প পোস্টের নীচে;
তারুণ্যের প্রাণময় হাসিতে ভরে উঠুক পৃথিবী ।

মাসুদ পারভেজ
আগ্রাবাদ, চট্টগ্রাম

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top