সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এর প্রয়াণে শ্রদ্ধা নিবেদন

তার দেহেও ঘাতকের চিহ্ন : বাদল আশরাফ


প্রকাশিত:
১৯ মে ২০২০ ২১:১১

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৭:৫৪



আমাদের স্যার কী তবে কিছুটা ক্লান্ত ছিলেন!
না! এ কথা মোটেও বিশ্বাস করার নয়
আমাদের জন্য যার প্রতিটি প্রহর জেগে থাকা
সেই কিশোর বেলা থেকে,
তার মুখে ক্লান্তির ছায়া কখনও দেখেনি কেউ!

আমরা তো বুঝতেই পারিনি পথের দৈর্ঘ্য তার
চব্বিশ পরগনা থেকে খুলনা, রাজধানী ঢাকা
খুব সামান্য দূরত্ব হতে পারে কারও কাছে
তবে জানি সবে তিনি বাঙালির এক সেতুবন্ধ!

তার দুই চোখে ছিল মনীষার বহমান নদী
কিশোর বেলাতেই হয়ে উঠেছেন গন্ধবিরুৎ
ফুলে ও ফলে, শাখা-পল্লবে একদিন মহীরুহ-
আমাদের অন্তর অবয়ব করেছেন সুশোভিত!

তিনি কী শিক্ষক ছিলেন এক প্রজন্মের শুধু
অপরাজেয় বাংলার ক্যাম্পাসে, পাহাড়ে
নিজ দেশে, দূরদেশে নিরলস অবিরত!
এখন আকাশের তারা হয়ে শেখাবেন প্রত্যহ
"পুরোনো বাংলা গদ্য, স্বরূপের সন্ধানে"
"কাল নিরবধি, নারীর কথা"
বাতিঘর হয়ে দেখাবেন জীবনের বাঞ্চিত পথ!

বায়ান্ন থেকে বিজয়ের পথ পার হয়ে
সকল ভূষণ আর প্রাপ্তিতে না করে দৃকপাত
সময়ে, সংকটে দিয়েছেন চেতনা বিছিয়ে!
দিনে দিনে তিনি হয়েছেন ঋদ্ধ, বিবেকের গ্রহ!

ধর্মান্ধ আর ঘাতকের বিরুদ্ধে প্রবল তিনি
যদিও ছিলেন বেঁচে নিয়ত দ্বিধার নির্বাণে,
তবু মহাকাল জুড়ে সক্রিয় ঘাতকেরা
কেড়ে নেয় প্রাণ রাজা-প্রজা, শুদ্ধ সাধকের
তার দেহেও চিহ্ন ছিলো ঘৃণ্য করোনা ঘাতকের!



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top