সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


তুই আসবি বলেই : শক্তি কুন্ডু


প্রকাশিত:
১৯ মে ২০২০ ২১:২৭

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৮:০৪

 

তুই আসবি বলেই বসে আছি আমের মুকুল হয়ে
আছি বকুল ফুলের গন্ধ হয়ে,
আর অলির কথায় গুনগুনিয়ে গান ধরছি সকাল বিকাল সাঝে ।  
ঐ যে খোয়াই যাওয়ার পথে,
কৃষ্ণচুড়া, শালের পাতা, মহুয়া ফুলের সারি
চোখের তারায় আঁকে নানান ছবি,
আমি তাদের কাছেই বসে আছি,
আশায় আশায় আজো ৷
বর্ষা মেঘের ছোঁয়ায়
ময়ূর পেখম যখন নাচায়
আমি ঝুমকো ফুলের মালায় আর পিয়াল সাঁখের ডালায়
থাকি আপন ।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top