ক্যারেক্টার ক্লিন এবং করোনা যুদ্ধ : নজমুল হেলাল
প্রকাশিত:
১৯ মে ২০২০ ২১:৪১
আপডেট:
১৯ মে ২০২০ ২১:৪৩

করোনা কাহারে কয় ?
ক্ষণিকের জন্য বিশ্ব বিপর্যয়
কূল ভাঙা ঢেউ
গণকবর মৃত্যুমিছিল স্বপ্নশ্মশান
শ্রমিকের পা গণপরিবহন বডি ডিস্টেন্স
চাকরি হারাবার 'শঙ্কায় গৃহত্যাগ
আপন যেন পর।
নাকি প্রভু যুগে যুগে পরীক্ষা লয় ?
করোনা কাহারে কয়?
কর্মহীন অর্থহীন রেমিটেন্স ঝুঁকি
আনন্দহীন অস্ত্রহীন যুদ্ধ আরেক
নয়া কৌশল গেরিলা ভ্যাকসিন হতাশাকবর
ঐক্যের ডাক নিশ্চিৎ জয়।
করোনা কাহারে কয় ?
মন ধুয়ে ফ্যালো ঘন ঘন বিশ সেকেন্ড
পিপিই পরো কিন্তু নৈতিকতারও
মাস্ক রাখো বেঁধে
লোভ মোহ কাম ক্রোধ মদ মাতসর্যের সাথে
নিয়ন্ত্রণহীন ভাইরাস করোনাক্রান্ত না হয়
তোমার সোহাগী শরীর।
কত অর্থ পরমাণু শক্তি দুনিয়াদাপট যুদ্ধ
চতুরতা বুদ্ধি মেধা জিনিয়াস ভাব
বহুতো দেখালে ভেদনীতি জাতপাত বর্ণবাদ
অহেতুক রক্তপাত ভালো হতে পয়সা লাগেনা
ভালো হয়ে যাও
দুর্নীতি বৈষম্যের পঙ্কিলতা ছেড়ে
শান্তি'র সুবাসিত বাগান যদি চাও বৈচিত্র্যময়
করোনা কাহারে কয় ?
ক্যারেক্টার ক্লিন অর্ডার বাই ফলো নেই কোন ভয়!
বিষয়: নজমুল হেলাল
আপনার মূল্যবান মতামত দিন: