সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


"শ্রেষ্ঠাঙ্গিনী" : মাসুদ পারভেজ 


প্রকাশিত:
২০ মে ২০২০ ০৪:৩৭

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৫:৫৫



আমি হাজারো নির্ঘুম রাত চোখে নিয়ে
তোমার কাছে এলে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি,
সূর্যের প্রখরতার গায়ে মাখি পাথরের মত হৃদয়
তুমি ছুঁয়ে দিলে গলে যাই মোমের মতন।
জীবনের পথে পথে দুঃখের সমুদ্র চোখে অনন্ত বর্ষা
তোমার ঠোঁটের কোণে সব ফিকে হয়ে যায়,
আমার যা কিছু কষ্ট বীভৎস উদ্বেগ
তোমার চোখের তারায় জোছনার ফুল ফোটে ।
অথচ একটু ভালবাসা পেতে হাত পেতেছি কত-
শ্যামল সবুজ ভূমি, যৌবনা নদী,
আকাশ ঠেক ধরা উর্বশী অরণ্য, সুনীল জলসমুদ্র 
চতুর্দশী চাঁদ কিংবা সহস্র নক্ষত্ররাজী;
কেউ আমাকে বলেনি তোমার মত- ''এতো ক্লান্ত কেন? তোমার আছে যা কষ্ট কান্না অপূর্ণতা বিষাদ আর অবসাদ, পড়ে নিলাম সব আমার মনিহার"
ক্ষণে ক্ষণে চোখে জল লুকিয়ে কতবার বলেছ-আমি তোমার অর্ধাঙ্গিনী
পালক খসা পক্ষীর হয়ে তোমার বুকে বিছিয়েছে হৃদয় জেনে গেছে -তুমি আমার শ্রেষ্ঠাঙ্গিনী।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top