সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


সুন্দরবনের চিঠি : ডা: মালিহা পারভীন


প্রকাশিত:
২৮ মে ২০২০ ২২:২৪

আপডেট:
৬ আগস্ট ২০২০ ০৬:২১



উদার উদরে নোনা জল স্রোতে
ধরেছি কত মুখর জীবন,
জেলেদের , মাঝিদের, তোমাদের।

করতলে বেঁধে পাখিদের গান
সিঁথির সিঁদুরে এনেছি সূর্য,
এনেছি সুদিন তোমাদের দ্বারে।

হৃদপিন্ডে রেখেছি উর্বর পলি
সবুজ অরন্য, সরল প্রান --
আঁচলে বেঁধেছি সুবর্ন শোভা
পাখির কুজন, পাতা মর্মর।

শিকড়ে শিকড়ে বেঁধেছি তোমায়
মাটির গভিরে, গভির যতনে-
জোয়ার - ভাটা, ভাঙা গড়া খেলা,
মায়ের মমতা, মায়া জাল ভরা।

তবু তোমাদের হিংস্র থাবা,
তবু তোমাদের করাল গ্রাস -
ঝরেছে রক্ত ত্রাসে, সন্ত্রাসে -
কুঠারে কুঠারে বুকের গভিরে ।

তোমাদের তবু আগলে রেখেছি,
তোমাদের তবু রক্ষা করেছি,
তোমাদের তবু প্রহরী হয়েছি।

নিশ্চল নিশ্চুপ অরন্য আমি,
বলছি তোমাদের -
আমার বেঁচে থাকা মানে তোমাদের বেঁচে থাকা,
আমার শবদেহ মানে তোমাদের লাশের মিছিল। 

 

ডা: মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক

সেগুনবাগিচা, ঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top