সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


গোলাপ শাহাজাদি : খাদিজা আন্জুমান


প্রকাশিত:
২৮ মে ২০২০ ২২:৪৪

আপডেট:
২৮ মে ২০২০ ২৩:৪১

 

ফুল-কুমারী কূলিন-কনে গোলাপ শাহাজাদি !
রঙ বাহারে সাজলে কেন, হয়ত তোমার শাদি?
কোন্ পার্লারে এমন করে সাজলে রূপের রাণী?
ফুুলের রাণী ‘ও’গোলাপজান খোলো নেকাব খানি,
দেখবো ফুলেল রাঙ্গা হাসি মন মাতানো মুখটা,
তোমার মুখের হাসির রাশি ভরে দিক এ বুকটা।

সুগন্ধ-সুখ পাগল করা মুগ্ধ আহা মরি
এমন ঘ্রাণ কে মাখালে তাকে আহা স্মরি।
কোথায় পেলে এত শোভা গোলাপ আহা-ভারি।
রূপে রসে গন্ধে আকুল, বেহেশত্ বাহারি
ফুলের বাগান তুমি ছাড়া কেম্নে হতে পারে?
গোলাপ যদি না থাকে গো বাগান হাহাকারে।

ফুুল বলিতে গোলাপ বুঝি অন্য কোন ফুল নয়,
অন্য ফুলে শোভা দানো, ফুলের তোড়া কূলময়।
গোলাপ তোমায় ভালোবাসি তুমি বুঝো কিনা?
ফুলের সাজি শূন্য সকল তোমার শোভা বিনা।
সব মহলে ফুল উপহার গোলাপজাদি জানে,
তাকে ছাড়া অপূর্ণ প্রেম সকল সবুজ প্রাণে।

সব ফুলোদল ভালোবাসি এটাও জেনো গোলাপী,
প্রথম প্রেমের কলি তুমি মধু-সরস সালাপী।
যত শত শোভা সাজন গুল-গোলাপে হরা,
গোলাপ ছাড়া বাসর না হয়, আসর সবই মরা।
শব-শরীরে যাত্রাক্ষণে তোমার ঘ্রাণ চাই।
গোলাপ-জলে আদ্র হয়ে তবেই মোরা যাই।

ফুলের কূলে গোলাপজাদি তোমায় রাণী মানি,
অন্য ফুলের সব জাতিকে তোমার প্রজা জানি।
রাজা বসে রাজ্য শাসে,রাজাক শাসে রাণী
রাণীর খোঁপায় বসে গোলাপ তাঁকে শাসো জানি।
গোলাপরাণী যত্নে সাজাও বর কনে রানীকে,
ফুলের রাণী! তোমায় এমন সাজান জানিকে?

জানতে বড় ইচ্ছে করে কে সে রূপের রাজা?
করলে তোমায় গন্ধ-বিতান রূপে রসে তাজা।
তোমার চাইতে অনেক বেশি তাকে ভালোবাসি,
এমন সৃষ্টি জানেন যেজন হবো তারই দাসি
দৃষ্টি কাড়া সৃষ্টি যাহার,তাঁর যে কত রূপ?
তাঁর প্রণয়ে প্রদীপ জ্বালি,অনন্ত প্রেমের ধূপ।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top