জোনাক স্বপন : সানজিদা বানু
প্রকাশিত:
৪ জুন ২০২০ ০০:২২
আপডেট:
৪ জুন ২০২০ ০০:৩৯

বুকের ভেতর উথাল পাতাল নদী
নদীর বুকে সবুজ নবীন চর,
বন্ধু, তোমার ডিঙির নোঙর তোল
ও চরেতে বাধব দুজন ঘর।
গহন আঁধার ধইঞ্চা ক্ষেতের আড়ে
গামছা পেতে বসবে যখন এসে,
আমি তখন নাকছাবি দুলিয়ে
কইব কথা লাজুক মুখে হেসে।
দিন ফুরালে তোমার পথ চেয়ে
থাকব বসে মাটির প্রদীপ হাতে,
এমা! প্রদীপ কোথা!
মুঠো জ্বলে জোনাকির আলোতে!
মাটির ঘরে মাটির সানকি পাতে
গরম ভাতে টেংরা মাছের ঝোল,
ভাবছো, স্বপন বুঝি?
হোক না স্বপন, বন্ধ যখন আগল।
সানজিদা বানু
কবি ও লেখক
বিষয়: সানজিদা বানু
আপনার মূল্যবান মতামত দিন: