সিডনী মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


মুজিবের রক্ত পলাশ বাংলায় : মীর আবদুর রাজজাক


প্রকাশিত:
৪ জুন ২০২০ ০০:২৯

আপডেট:
৪ জুন ২০২০ ০০:৩৯

 

বাংলাদেশ, আমার প্রিয় বাংলাদেশ,
সহস্র মানুষের রক্তে ভেজা
রক্তে রক্তে তোমার নাম লিখেছি
সে নাম আমি ভুলে যাব কি
যখন জনক দিয়েছে প্রাণ।

জনকের রক্তে মিশে আছে সোনালি ফসলের মাঠ
বাংলার আল পথ, সরিষা ফুলের
রঙিন চোখ ধাঁধানো ক্ষেত,
তেরোশত নদী পাড়ে কোলাহল পাখি
মনে হয় সারা বাংলা এক সাজানো বাগান।

পূর্ণিমা রাতে গাঙের পাড়ে উদাম গায়ে
মাথার উপরে নক্ষত্রপুঞ্জ চাঁদ হাসে
গাঙের জল খল খলিয়ে প্রবহমান
দক্ষিণা বাতাসে এমন আরাম
আর কোথাও নেই
আছে শুধু মুজিবের রক্ত পলাশ বাংলায়
কিন্তু মুজিব নেই
তবুও তাঁর নাম জানে সবাই।

 

মীর আবদুর রাজজাক
কবি ও প্রাবন্ধিক

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top