বাঙালির প্রিয় নাম : মীর আবদুর রাজজাক


প্রকাশিত:
৪ জুন ২০২০ ০০:৩৫

আপডেট:
৪ জুন ২০২০ ০০:৩৮

 

স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে
একটি নাম মানুষের হৃদয়ে হৃদয়ে
ছাপান্ন হাজার বর্গমাইল জুড়ে
সে নাম ইতিহাস থেকে উঠে এসেছে
লাল রক্তে লেখা একটি শব্দ 'মুজিব '।

বাঙালির প্রিয় নাম
শেখ মুজিবুর রহমান,
মুক্তি ও স্বাধীনতার জন্যে,
জেল, জুলুম, অত্যাচারকে উপেক্ষা করে
ছুটে গিয়েছিলেন জনতার কাতারে।

মুজিব মানেই একটি বিপ্লব,
মুজিব মানেই একটি সংগ্রাম,
মুজিব মানেই একটি ইতিহাসের পরিসমাপ্তি,
মুজিব মানেই একটি দেশ - বাংলাদেশ।

 

মীর আবদুর রাজজাক
কবি ও প্রাবন্ধিক



আপনার মূল্যবান মতামত দিন:


Top