প্রেম সিরিজের কবিতা - প্রেম ১ : দ্বীপ সরকার
প্রকাশিত:
৪ জুন ২০২০ ০০:৫৫
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২১:৪৭

ঝাপসা লাগা দূর- ক্রমশ ঢুকে প'ড়ে
যেতে যেতে কারো ভেতর ঢুকে যাই আমি
চেনাজানা তরুপল্লবের প্রকৃতির মতোন
বুকের কাছে সবুজ দুটি গ্রাম,দুটি গল্প
শিউলীফোটা ভুরু- ভুল চাহনীর বাঁকে
আটকে গিয়েছিলাম সেথায়
এক চুড়ান্ত শালিক আমাদের ঈর্ষা করে
অবাক বিস্ময়ের আমরা দুই লতিকা
বেড়ে উঠি,বড় হই,স্পর্শ করি,ডানা মেলি
পথিক ব্যাগভর্তি স্বপ্ন বিক্রি করতে এসে পথ ভুলে যায়
তাকে নাকি নসিমন নামের কেউ ছেড়ে চলে
গেছে বহুদুর-আমার মতোই
আপনার মূল্যবান মতামত দিন: