সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


মুজিব মানে স্বাধীন বাংলাদেশ : মো. মনির তালুকদার


প্রকাশিত:
৪ জুন ২০২০ ২২:১৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৮:৫৯

 

মুজিব মানে মুক্তিযুদ্ধে
ত্রিশ লক্ষ প্রাণ,
মুজিব মানে আমার দেশে
স্বাধীনতার ঘ্রাণ।

মুজিব মানে ঐতিহাসিক
বিশ্ব কাপা ভাষণ,
মুজিব মানে পিতার হাতে
ভালবাসার শাসন।

মুজিব মানে লাল-সবুজের
স্বাধীন পতাকা,
মুজিব মানে চিত্র শিল্পীর
মাটির ছবি আঁকা।

মুজিব মানে ছাব্বিশে মার্চ
ষোলই ডিসেম্বর,
মুজিব মানে বীরাঙ্গনার
পিতার দেয়া ঘর।

মুজিব মানে মায়ের আঁচল
বোনের স্বাধীন চলা,
মুজিব মানে স্বাধীন মুখে
শিশুর কথা বলা।

মুজিব মানে স্বাধীন বাংলা
বেতার কেন্দ্রের গান,
মুজিব মানে খোকার সাথে
মায়ের নাড়ির টান।

মুজিব মানে কবির চোখে
স্বাধীন বাংলাদেশ,
সবুজ-শ্যামল স্বপ্নে ঘেরা
রূপের নেইকো শেষ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top