দুঃস্বপ্ন : সম্পা পাল


প্রকাশিত:
৪ জুন ২০২০ ২২:৪৩

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:২১

ফাইল ছবি

 

মাঝরাতে দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায়
আলো জ্বালিয়ে আলোটাকে জানতে চাই দুঃস্বপ্নে কি তুমি ছিলে ?
আলোটা জানালায় শেষ হয়
জানালায় এসে জানতে চাই তুমি কি ছিলে ?
জানালা আকাশ দেখিয়ে দেয়
আকাশ বলে জ‍্যোৎস্না
জ‍্যোৎস্না বলে বারান্দা।

অন্ধকার বারান্দায় উত্তর খুঁজি।
মাইন্ডসেটে ঘর আসে, আর ঘরে  আয়না
আয়নায় আসি , প্রতিবিম্বে আমি

আমি আসলে আমারই দুঃস্বপ্ন .....

সম্পা পাল
শিলিগুড়ি, ভারতবর্ষ



আপনার মূল্যবান মতামত দিন:


Top