নতুন সকাল : রঞ্জনা রায়
প্রকাশিত:
৮ জুন ২০২০ ২২:২৩
আপডেট:
৮ জুলাই ২০২০ ২১:০৩

ভালোবাসা তুলে রাখলাম ওয়াডড্রোবে
কিছু চুমু - একজন শয্যাসঙ্গীর জন্য
যা যা লাগে সবকিছুই তোলা থাক।
এখন রক্তাক্ত মুখোশের চলছে লড়াই
বিশ্বাস পুড়ছে চেতনার ছাই নির্বিকার
নিরাপত্তার প্রাচীর ধসেছে বেনোজলে।
প্রেমের সুড়সুড়ি খেলা বিয়ারের গ্লাসে
ভাত ডাল নারী - সহজ জৈবিক চাহিদা
ভালোবাসা শুধুই ভোজবাজি ফুৎকার।
দিন যায় রাত আসে পৃথিবীর চক্রপাক
একঘেয়ে জীবনের শুকনো কাঁটা ঝোপে
একটা কোকিল এখনও বাসা খোঁজে
সুরেই নিহিত যুদ্ধহীন পৃথিবীর নতুন সকাল।
বিষয়: রঞ্জনা রায়
আপনার মূল্যবান মতামত দিন: