মধু মাসে মামার দেশে : কবির কাঞ্চন


প্রকাশিত:
৯ জুন ২০২০ ২২:৩২

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:২৮


যাও ছুটে যাও মামার দেশে
আম কাঁঠালের দিনে
মামার গাছে থাকতে এসব
খাবে কেনো কিনে।

নানা নানির আদর পেয়ে
ঘুরবে ইচ্ছেমতো
সবুজ গাঁয়ে সুখের নেশায়
ছুটবে অবিরত।

তপ্ত রোদের ক্লান্তি হারাও
ফলফলাদির রসে
শীতল হাওয়ায় ঘুমিয়ে নাও
গাছের নিচে বসে।

মধু মাসে বাগান ভরা
ফুলের সুবাস নিতে
যাও ছুটে যাও হারাও এবার
পাখপাখালির গীতে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top