স্বাধীন দেশের গান : মো. মনির তালুকদার
প্রকাশিত:
৯ জুন ২০২০ ২৩:১৮
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৩০

স্বাধীন দেশে জন্মেছি ভাই
বাংলা কথা বলি,
স্বাধীন চোখে স্বপ্ন দেখি
আপন মনে চলি ।
ইচ্ছে হলে ডানা মেলি
মুক্ত আকাশ পানে,
মাটির সুরে আপন কথা
বলি বাউল গানে ।
রবি ঠাকুর কাজী নজরুল
সুকান্তে দেশ ভরা,
শেরে বাংলা বঙ্গবন্ধুর
হাতে এ দেশ গড়া ।
ডিএল রায়ের গানে আছে
স্বদেশ প্রেমের ছবি,
ভাষা সৈনিক মুক্তিসেনা
লাল-সবুজের কবি ।
আমার দেশে আছে হাসন
ফকির লালন সাই,
সহজ গানে গভীর মানে
কোথায় গেলে পাই ।
বিষয়: মো. মনির তালুকদার
আপনার মূল্যবান মতামত দিন: