কবিতাকে বিদায় এবং আর্তনাদ : নুরুন নাহার বিপ্লবী
প্রকাশিত:
১১ জুন ২০২০ ২১:২৭
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪২

বিদীর্ণ করেছি মহাকাশ; অতঃপর বিলীন হয়েছি সমুদ্রের স্রোতে,
এভাবে আমি আবিষ্কার করেছি কবিতা,
আমার সমগ্র চেতনায় প্রাণ দিয়েছি কবিতাকে,
হয়েছি নির্ভীক এক কবিতার নির্মাতা ।
সেদিন কোন খেয়ালে যেন বিদায় দিয়েছি কবিতাকে;
তাই হারিয়েছি মুখের জলন্ত ভাষা ।
আমার অস্তিত্বে তো কবিতার বসতি,
যেখানে পেয়েছি বেঁচে থাকার প্রত্যাশা ।
কবিতার খোঁজে আমি তাই ছুটে বেড়াই;
সময়কে মহিমান্বিত করে নেয়ার চাবিকাঠি চাই,
যুগ-যুগান্তরের সুনীল মহাকাশে
নীলাভ স্বপ্নিল ছবি এঁকে যাই ।
এক রক্তগোলাপে কবিতার শ্রদ্ধাঞ্জলি দেখেছি;
যেন মহাশিল্পের কোন আল্পনা ,
ব্যাকুল সমীরণে কবিতার শব্দ শুনতে পেয়েছি ;
বুঝেছি সে ছিল শুধুই কল্পনা ।
পৃথিবীর প্রতিটি অনুতে-পরমাণুতে খুঁজেছি
আমার কবিতার শান্ত কথার ধারা,
অবশেষে কবিতাকে পেয়েছি এ হৃদয়পটে
চিরকাল দ্যুতি ছড়ানোর প্রতিশ্রুতিতে উজ্জ্বল শুকতারা ।
বিষয়: নুরুন নাহার বিপ্লবী
আপনার মূল্যবান মতামত দিন: