সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


মেয়েটা আলো মাখতে চেয়েছিলো : শক্তি কুন্ডু


প্রকাশিত:
১১ জুন ২০২০ ২২:১১

আপডেট:
১০ মে ২০২৪ ১৫:০৬

 

মেয়েটা আলো মাখতে চেয়েছিলো সারা দেহ ভরে... এছাড়া তেমন কিছু 
ছিলো না দাবি !
বহুবার করেছিলো পিতার কাছে
করুণ আর্তি তার করজোরে ...আলো মাখার ৷

 

পরিবার বলেছিলো মেয়েদের আলো ছুঁতে নেই,
অন্ধকারেই মানায় ভালো না কি!!

 

স্কুলের পাশ দিয়ে প্রতিদিন হেঁটে যায় মাঠে
দু চোখে স্বপ্ন গুঁড়ো ভোরের রোদ চায় নিকিয়ে নিতে... !
বুকে নাচে নদী তরঙ্গ ,ইচ্ছে হয় নৌকা ভাসানোর সেই জলে... সকালের রোদ ,দুপুরের রোদ... চারপাশে রোদ থৈ থৈ... তবু দুহাত পেতেও পারেনা ধরতে তাকে!
তাকে রোদ ছুঁতে নেই ,তাকে অন্ধকারেই মানায় ভালো.... !
অবশেষে রোদ বলে যার কাছে দিয়ে এলো প্রিয়জন বলে ...তার উঠোনে গাঢ় অন্ধকার 
ছিটেফোটা ছিদ্রও নেই কোথাও... পাহাড়ি মেয়ে সে
প্রতিপদে ডিঙিয়েছে পাহাড়ের পথ 
পাকদন্ডী তাকে ক্লান্ত করেনি কখনো ...

 

কিন্তু এ কোন রোদ ,যা অন্ধকার ছড়ায় !!অবাক হয়েছে বারবার !!!
তবু সাঁতারে অবহেলা নেই ...অবশেষে রোদ পেতে নাছোড় হতেই,
আগুনের তাপ ঝলসালো সারা দেহে ...চিতার কাঠে শুয়ে গুমরে গুমরে বলে... বাবা... তুমি জানোনা... দেখে যাও এসে... অন্ধকারে নয়,
মেয়েদের আলোতেই মানায় ভালো !!!

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top