স্বপ্নকে বুকে নিয়ে বাঁচে ইতিহাস : অমিতা মজুমদার
প্রকাশিত:
১৩ জুন ২০২০ ২০:৩৫
আপডেট:
১৩ জুন ২০২০ ২০:৪৯

এ মহামারী শেষে আবার জেগে উঠবে পৃথিবী,
তখন থাকবে না অনেক প্রিয় অপ্রিয় মানুষ ।
নতুন করে বাঁচার আশায় আবার সবাই ছুটবে,
গতিশীল হবে পৃথিবীর ছকে বাঁধা সব জীবন ।
লিখবে কোন লেখক,
আলবেয়ার কামুর কালজয়ী “দি প্লেগ” এর মতো কোন উপন্যাস ।
আনা ফ্রাংকের মতো কোন অকাল প্রয়াত কিশোরীর,
আইসোলেশনে থাকা সময়ে লেখা ডায়েরী খুঁজে পাবে কেউ ।
মহামারী আর দূর্ভিক্ষ জীবন্ত হয়ে উঠবে,
জয়নুলের মতো কোন শিল্পীর তুলির আঁচড়ে ।
হবে কবিতা, চলচিত্র, সংগীত এই মাহামারীকে নিয়ে,
নিয়মের নিগড়ে বাঁধা জীবন পাবে তার সুনিশ্চিত গতিধারা ।
তারপর চলবে কিছুদিন হা হুতাশ কিছু দীর্ঘশ্বাস নিয়ে পথ চলা,
একসময় থিতিয়ে যাবে সব কিছু হয়ে যাবে ঝাপসা স্মৃতি ।
নতুন প্রজন্ম শুধু স্মরণ সভায় বাঁচিয়ে রাখবে এই থেমে যাওয়া ক্ষণ্টুকু,
তারপরে সেটুকুও মিশে যাবে চাপা পড়ে যাওয়া সেই,
প্রথম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর, মহামারী, কিংবা আমাদের মুক্তিযুদ্ধের সাথে ।
যা হয়তো থাকবে শুধু ইতিহাসের পাতায় ছাপার অক্ষরে,
মানুষের মনে থাকবে কি -------
বিষয়: অমিতা মজুমদার
আপনার মূল্যবান মতামত দিন: