একজন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু : তাহমিন সুলতানা
প্রকাশিত:
১৩ জুন ২০২০ ২১:৫৫
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪৬

জর্জ ফ্লয়েড যে ভাবে বিদায় নিলো,
সেভাবে বিদায় নিতে সে প্রস্তুত ছিলো না,
সে জানে সে কালো ।
জর্জ জানতো সব সাদাই সাদা নয়,
অনেকে সাদা হলেও মন ছিলো
কালোর চে ও কালো, সে দেখেছিলো,
অনেকেই রং সাদা হলে ও,
মন আবার কালোদের মতোই ভালো,
সহজ সরল সাদা ।
তাই সে বুঝতে পারেনি একটু পরে
কী হতে যাচ্ছে তার সাথে ।
সে জানতো না, ২০ ডলার কিভাবে জাল টাকা হয়ে তার জীবনের বাতি নিভিয়ে দিতে পারে!
জর্জ পুলিশকে, " অফিসার",
বলে ডাকছিলো বার বার ।
অফিসার কিছুতেই তার কথা শুনছিলো না,
আজ যেন কালোদের একটা শিক্ষা দিয়েই ছাড়বে!
হ্যাঁ, তার সাথে জুটলো আরো তিনজন ।
কি এক লাভের আশায়,
তারা মেতেছিলো মরণ খেলায়!
এতো কাকুতি, মিনতি করে ওতো
রেহাই পেলো না!
জর্জ ফ্লয়েড ভাবতে পারেনি,
বুঝেইনি যে, আজ তাকে
মেরেই ফেলবে, অফিসার ।
ভাবছে তাকে নিয়ে
তামাশা করছে অফিসার!
আরো যারা দুজন,
তারা ওর পা দুটি, এমন চেপে ধরেছিলো,
যেন ওর আজ রক্ষা নাই!
আর যে অফিসার ওকে
ভূমিতে কাত করে ফেল
ঘাড়ে হাঁটু গেড়ে বসেছিলো -
সে তো সাক্ষাৎ যমদূত!
কী কঠিন তার হৃদয় !
" অফিসার ছেড়ে দিন আমায়,
প্লিজ অফিসার আমি আর পারছি না,
আমার দম বন্ধ হয়ে আসছে অফিসার,
আমি নিশ্বাস নিতে পারছি না ।"
কে শোনে কার কথা!
জর্জ আর শ্বাস নিতেই পারলো না ।
ছেড়ে দিলো, জীবনের সব আশা,
চলে গেলো সে!
কী ভীষণ নিষ্ঠুর হয় মানুষ!
শুধু কালো বলেই তাকে এই প্রহসনের মধ্যে
পড়তে হয়েছে। এ কথাটি আজ প্রমাণিত ।
যুগ যুগ ধরে অনেক নিপীড়ণের
শিকার হয়েছে কালো মানুষেরা,
বহু চেষ্টা করে, সহ্য করে করে,
অনেক ভাল মানসির প্রমাণ দিলেও,
সময় ও সুযোগ মতো আবার ও
চেপে বসেছে ঘাড়ের উপর,
সাদা মানুষের ভূত ।
আর কত? আর কত কাল গেলে,
সাদারা বুঝবে যে কালোরাও মানুষ?
দা রুটস মুভির গুতা কুন্তের কথা,
কারো মনে আছে?
না মনে থাকতে পারে কারো ।
কিন্তু, কোন "কালো" ভুলে যায় না!
কীভাবে সভ্যতার প্রতিটি ইটের উপর,
লেখা তাদের সংগ্রামের ইতিহাস!
আজ আবারও নতুন এক কুন্তের মৃত্যুতে,
বন্দী পৃথিবী দেখলো,
সাদারা কিভাবে নিজেকে বড় মনে করে!
বিষয়: তাহমিন সুলতানা
আপনার মূল্যবান মতামত দিন: