সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


এথিনার জন্য এ সব : নিলয় গোস্বামী


প্রকাশিত:
১৪ জুন ২০২০ ২২:৩৬

আপডেট:
১০ মে ২০২৪ ১১:২৭

 

ডাঁশা ম্যাপলের সংলাপ হেঁটে চলে প্যারিসের পথে পথে।
সত্যকেও মাঝে মাঝে উন্মাদ হতে হয়,
কাছেপিঠে করে রাখতে কিছু তুষার মাখা ভোরকে।
শুভ্র রাজহাঁসের পালকে পালকে লিখে রেখেছি তার নাম।
এগুলো উড়ে উড়ে যায় এলিয়েনদের বুক দিয়ে।
হাতের তালুতে লিখে রাখি আরেক নব্য মেটামরফোসিস..... 
তবুও তুমি বিচ্ছিন্নতাবাদ ছড়াতে চাও এথিনা !!
এই উন্মাদ প্রেমিকের অশ্রুতে ভিজে থাকে শিশিরের শরীর...
এক অন্ধ, বধির রাষ্ট্র গড়ে রেখেছ তোমার স্নায়ুঘরে...
গির্জা থেকে মন্দির ছুঁয়ে দেখেছি আমি,
শুধু ভালোবাসা দিয়ে নয়; অনুভবের সবটুকু মিশিয়ে। 
তবু তোমার ভয়, তবুও তোমার অজুহাত। 
শুধু এক হবার পথেই ঘটে সব ব্যত্যয়।
জানোনা প্রেমিকা হতে গেলে সাহসের মাঝামাঝিতে দাঁড়াতে হয় ;
বাকি টুকুতে পুরুষ প্রেমিক হয়ে জন্ম নেয়।
এই শহর চেয়ে থাকে আমার শূন্যতা নিয়ে অবিরত...
প্রতিটা ইমারতের বুনন সম্পন্ন হয় আমার বেদনা মাখা কংক্রিটে।
এথিনা, তুমি দর্পণে শুধু নিজের মুখ দেখো-  মিলনের সূত্র যে লড়াইয়ে এটা দেখলেও মানতে জানোনা।
যে শহরে তোমার-আমার ভালোবাসা মরি মরি বলে জেগে আছে, তার ও প্রসব হয়েছে অগুনতি লড়াইয়ে।
তুমি কেনো পারছো না আমার যুদ্ধের বীর সেনাপতি হতে?
স্নায়ুর ধারালো অস্ত্রে খণ্ড খণ্ড করে দাও তোমার প্রতিবাদ হীনতার  অশরীরী আদল।
ভালবাসার যুদ্ধে আমি বীরগতি পেতে রাজি এথিনা....
আমি তোমার বর্ম হবো;যুদ্ধে শুধু তুমি আমার নির্ভীক গোলাবারুদ হয়ে থেকো।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top