বিনম্র শ্রদ্ধায় তুমি : রোকেস লেইস
প্রকাশিত:
১৭ জুন ২০২০ ২০:৫৯
আপডেট:
১৭ জুন ২০২০ ২১:০৫

বিনম্র শ্রদ্ধায় তুমি
সর্ব অনুভবে চির ভাস্বর
নব নব অর্জনে উত্থানে ;
স্বপ্রতিভ তোমার মহিমা
তোমার অগাধ বিশ্বাস
দৃঢ় চিত্ততা; দুর্নিবার
সুদুরের অনন্ত অন্মেষণ
তুমি সদা সাবলিল স্থিরতায়
দৃঢ়তায় ; অনন্য মেধায়
অবলীলায় করো উন্মোচন
বিজয়ের অভূত দিশা
অবিচল উদ্ভাসে সামনে দাঁড়াও
যা শুধুই তোমাকে মানায়
প্রাণে প্রাণে ছড়িয়ে যাও তুমি
অপার দক্ষতায় ; যা একান্ত
সহজাত, শুধুই তোমার
তোমার কীর্তিতে চিরবিনত
আদিঅনন্ত, হে বঙ্গসন্তান
তোমার উত্থান সূর্য সমান
চির অম্লান চির বহমান।
মানবীয় কান্তিতে, তেজস্বান
দৃঢ় চিত্ত, সুদীপ্ত সুপুরুষ কীর্তিমান
স্বপ্ন দ্রষ্টা স্বপ্ন স্রষ্টা
রূপবতী এ মাটির
ঝলকিত সন্তান শেখ মুজিবুর রহমান ।।
বিষয়: রোকেস লেইস
আপনার মূল্যবান মতামত দিন: