সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


শ্রাবণ ট্র্যাজেডি যখন দেখেছি : মীর আবদুর রাজজাক


প্রকাশিত:
১৭ জুন ২০২০ ২৩:১২

আপডেট:
১৭ জুন ২০২০ ২৩:১৪

 

মৃত্যু দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
শ্রাবণ ট্র্যাজেডি যখন দেখেছি আমরা
 তখনই মৃত্যুকে জয় করেছি,
মৃত্যু সে তো স্বাভাবিক, সে তো হবেই।

আমাদের কষ্টগুলোকে ভাগাভাগি করে নিই,
শোককে আমরা শক্তিতে পরিণত করি।
পিতার রক্তাক্ত লাশ দেখেছি
সেই রক্তাক্ত লাশ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে
যা এখনো আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে।
এখন, জাতির পিতার রক্তে শপথ নেয়ার পালা
যেন সত্যিকার সোনার বাংলা গড়তে পারি।
এখন, পিছে তাকানোর সময় নেই
আমাদের প্রজন্মকে বলতে হবে
সামনে চল
মেরুদণ্ড সোজা কর
দেশটাকে ভালোবাস
লোভলালসার উর্দ্ধে থাকো
সাহসী হও
তাহলেই জাতির পিতার সোনার বাংলা গড়তে পারবে, কারণ
বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের  প্রতি।

এখনো বিভাজন হয় আমাদের মাঝে,
মগজ বিভাজন হচ্ছে প্রতিমুহূর্তে
কলম বিভাজন হচ্ছে কলমের দ্বারা
শস্যের ক্ষেতে বিভাজন হয় বর্গাচাষিদের ঘাম,
নদী নালা বিভাজিত হচ্ছে প্রতিমুহূর্তে,
আর নয় বিভাজন
এবার ওঠে দাঁড়াক বাংলাদেশ।

সবাই এসো, এবার দাঁড়াই একই প্লাটফরমে
আবার সবার মুখে মুখে উচ্চারিত হোক
জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা;
জাতির পিতার নির্দেশিত পথে
যত ঝড়-বাঁধা আসুক থাকি সবাই একসাথে
সবার কণ্ঠে বেজে উঠুক
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

 

মীর আবদুর রাজজাক 
কবি ও প্রাবন্ধিক
প্রফেসর ও সাবেক বিভাগীয়প্রধান, ইংরেজি বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ,  বগুড়া

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top