মিলনে : রেবা সরকার


প্রকাশিত:
১৮ জুন ২০২০ ২২:২৬

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:৪৫

 

সুমেরু থেকে কুমেরু যেমন একটা টান
দাঁড়িয়ে থাকাটা তেমনি একটা টানের মধ্য বহন করে

জাগতিক আশা আলো ভরসা

চারদিক অন্ধকার। এই নীরব ভারসাম্যহীন
মাটিতে ফসল তুলি কেমন করে

এ অনেক কথা

তবু মাটি মাখি 
জল দিয়ে ধুয়ে ফেলি শরীর
তবু গাছ শেকড় ছড়ায় পাতায় আনে বহর
হয় সালোকসংশ্লেষ

দেহের মিলন এক মহাসংগীত
সিঁড়ি ভাঙ্গি তড়তড়িয়ে উঠি

 

রেবা সরকার
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত



আপনার মূল্যবান মতামত দিন:


Top