সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


গালিব স্মরণে : এ. এইচ. এম. আওরঙ্গজেব জুয়েল


প্রকাশিত:
২০ জুন ২০২০ ২১:৩২

আপডেট:
১২ জুলাই ২০২০ ২২:৫৭

 

দিল্লির পথে-প্রান্তরে নেমে আসে শ্মশানের নীরবতা;
মৃত মানুষ আর প্রাণীতে কোনো ভেদাভেদ থাকে না।
কার রক্তে ভেসেছিল রাজপথ! 
কার গন্ধে মানুষ নিশ্বাস বন্ধ করে মৌতাতের স্বাদ নিয়েছিল!
সে সব অজানাই থেকে যায়।
মানুষের মাঝে তখন ঘুমের দেবী ভর করেছিল।
একজন মানুষ, ঠিক মানুষ কি না তা বলা যাবে না;
হয়তো তার চেয়েও বেশি কিছু ছিলেন;
তিনি কবি ছিলেন।
ঘুম বিদায় নিয়েছিল তাঁর কাছে থেকে;
সাকি, সুরা আর মুশায়েরা যার হৃদয়ে সে তো হৃদয়ের ভাষায় হবে আলোড়িত!
যমুনা যাঁকে প্রেম শিখিয়েছিল;
বিল্লীমারানের আশ্রয়- যাকে গজলের উপাদান যুগিয়েছিল,
তাঁরপক্ষে-অনির্দিষ্ট কাল চুপ থাকা সম্ভব হয়নি,
পাশব হত্যাযজ্ঞের বিরুদ্ধে তিনি মুষ্টিবদ্ধ হাত জাগিয়ে তোলেন;
যেন নীল আকাশ স্পর্শ করবেন তিনি!
প্রতিবাদ করেছিলেন, অস্ত্রের ভাষায় নয়, কুসুমগুচ্ছের ভাষায়।
তিনি আর কেউ নন,
আমাদের প্রিয় কবি মীর্জা আসাদুল্লাহ খান গালিব।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top