পুরোনো স্মৃতি : আহমেদ সুমন
প্রকাশিত:
২০ জুন ২০২০ ২১:৫৫
আপডেট:
২০ জুন ২০২০ ২১:৫৮

দেখেছিলাম তারে শান্তির হাটে
পরনে নীল শাড়ী, পাশে স্বামী
আর একটি ফুটফুটে মেয়ে ।
চোখ দুটো আগে যেমনটি ছিল তেমনই আছে
শুধু বদলে গেছে বলার ধরণ,
অভিমানের সুর হারিয়ে গেছে তার
সহজ সাবলীল কণ্ঠে আমায় বললো ;
কেমন আছ ?
আমি সেই আগের মতো করেই বললাম
বেশ ভালোই আছি ।
সময় আর বাস্তবতা
অনেক পাল্টিয়ে দিল
মুচকি হাসিটুকু এখনো আছে
তবে তাতে নেই আর মোহতা ।
দীর্ঘ দশ বছর কেটে গেল তার ভাবনায়
আজো শান্তির হাটে ঘুরে বেড়ায় তার খোঁজে
দেখা হবে কিনা আর জানিনা !
তবে জানি এই আমার সুখ ।
জীবন নদী থেমে যাওয়ার আগে
এই অপেক্ষার সমাপ্তি হোক,
যেন দেখতে পাই একটি নজর
আমার প্রিয়ার মুখ ।
আহমেদ সুমন
ঢাকা বিশ্ববিদ্যালয়
সলিমুল্লাহ মুসলিম হল
বিষয়: আহমেদ সুমন
আপনার মূল্যবান মতামত দিন: