সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


নিম্নমধ্যবিত্ত : মাসুদ পারভেজ 


প্রকাশিত:
২০ জুন ২০২০ ২২:০৮

আপডেট:
১১ মে ২০২৪ ০১:১১

 

মাসটা যেন বাড়ছে কেবল হচ্ছে না তো শেষ,
বাকীর খাতা বাড়ছে শুধুই মোটা হচ্ছে বেশ ।
মানিব্যাগের কোণায় ভাংতি নোট,
দু'চোখ স্বপ্নসিক্ত;
বিশ্বাসের ভর সম্মানটুকু, আমি নিম্নমধ্যবিত্ত ।

ছেলেমেয়ে হচ্ছে বড়, বাড়ছে মোটা বই খাতা,
খচখচে বড় নোট যেন শুকনো কাঁঠাল পাতা ।
নবধারার লেখাপড়া শিক্ষা দীক্ষা,
সবই লাগে তিক্ত;
আশায় আশায় বাঁচা শুধু, আমি নিম্নমধ্যবিত্ত ।

পেসক্রিপশনে ঔষধের লাইন আট দশটা টেস্ট,
দুই চার পাঁচদিন কাটাতে হয় অবৈতনিক রেস্ট ।
নিজের উপর অভিযোগের পাহাড়,
নিজে নিজে ক্ষিপ্ত;
মনের সাহস সম্বলটুকু, আমি নিম্নমধ্যবিত্ত ।

স্বপ্ন আমার পাহাড় সমান আকাশ ছুঁতে পারে,
মেঘের মতো কখনো তা চোখে বৃষ্টি হয়ে ঝরে ।
নিত্যদিনে স্বপ্নে আমার স্বপ্ন মরে,
স্বপ্ন হয় না রপ্ত;
পরাজয়ে জীবন খোঁজা, আমি নিম্নমধ্যবিত্ত ।


মাসুদ পারভেজ 
আগ্রাবাদ  চট্টগ্রাম

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top